General Knowledge Story: উপহার বা পুজোর টাকার অঙ্কের সঙ্গে এক টাকার কয়েন দেওয়া হয়, কারণটা জানেন? উত্তর অনেকেরই অজানা

যে কোনও শুভ অনুষ্ঠানেই উপহার দেওয়ার রীতি রয়েছে সব দেশেই। উপহারে অনেকেই কোনও জিনিস না কিনে টাকা দিয়ে দেন। এখন টাকা দেওয়ার জন্য বিশেষ এক খাম পাওয়া যায় যাতে ১ টাকার একটি কয়েন লাগানোই থাকে। না থাকলেও জায়গাটা থাকে। সে উপহার হোক, অনুদান, চাঁদা- সবেতেই একটাকাটা দেওয়া হয়।
যে কোনও শুভ অনুষ্ঠানেই উপহার দেওয়ার রীতি রয়েছে সব দেশেই। উপহারে অনেকেই কোনও জিনিস না কিনে টাকা দিয়ে দেন। এখন টাকা দেওয়ার জন্য বিশেষ এক খাম পাওয়া যায় যাতে ১ টাকার একটি কয়েন লাগানোই থাকে। না থাকলেও জায়গাটা থাকে। সে উপহার হোক, অনুদান, চাঁদা- সবেতেই একটাকাটা দেওয়া হয়।
৫১টাকা, ১০১ টাকা, ২০১ টাকা, ৫০১ টাকা- যে টাকাই দেওয়া হোক ১ টাকা তার সঙ্গে দেওয়া হয়। এর সঙ্গে প্রাচীন সংস্কৃতির যোগ রয়েছে।
১০১ টাকা, ২০১ টাকা, ৫০১ টাকা এবং এমনভাবে যে টাকাই দেওয়া হোক ১ টাকা তার সঙ্গে দেওয়া হয়। এই ১ টাকা যোগ করার সঙ্গে ভারতের প্রাচীন সংস্কৃতির যোগ রয়েছে। রয়েছে ৭টি কারণ।
 ১-কে কোনও কিছুর আরম্ভ বা সূচনা হিসাবে নেওয়া হয়। ইতিবাচক মনে করেই এই একটাকা দেওয়ার চল রয়েছে।
১-কে কোনও কিছুর আরম্ভ বা সূচনা হিসাবে নেওয়া হয়। ইতিবাচক মনে করেই এই একটাকা দেওয়ার চল রয়েছে।
বিয়ে, পৈতে, জন্মদিন, অন্নপ্রাশন, পুজো সবেতেই উপহার বা টাকার অঙ্কের সঙ্গে একটাকা দেওয়ার এই রীতি আসলে শুভকামনা।
বিয়ে, পৈতে, জন্মদিন, অন্নপ্রাশন, পুজো সবেতেই উপহার বা টাকার অঙ্কের সঙ্গে একটাকা দেওয়ার এই রীতি আসলে শুভকামনা।
উপহারের সঙ্গে ১ টাকার কয়েন যোগ করার আরও একটি কারণ হল এটি ধাতু তাই শুভ।
উপহারের সঙ্গে ১ টাকার কয়েন যোগ করার আরও একটি কারণ হল এটি ধাতু তাই শুভ।
এক সময় সোনা বা রুপোর কয়েন উপহার হিসাবে দেওয়ার রীতি ছিল। এখন কয়েন স্টিল দিয়ে তৈরি হয়। তাই সেই ধাতব কয়েনই উপহারে দেওয়া হয়।
এক সময় সোনা বা রুপোর কয়েন উপহার হিসাবে দেওয়ার রীতি ছিল। এখন কয়েন স্টিল দিয়ে তৈরি হয়। তাই সেই ধাতব কয়েনই উপহারে দেওয়া হয়।