kiwi

Knowledge Story:বিশ্বের এই একমাত্র পাখি যার ঠোঁটের আগায় রয়েছে নাসারন্ধ্র, কোন পাখি বলুন তো? নামটা জানলে চমকে উঠবেন

বিশ্বের এই একমাত্র পাখি যার ঠোঁটের আগায় রয়েছে নাসারন্ধ্র, কোন পাখি বলুন তো? পাখিটিকে দিনের বেলা খুব একটা দেখা যায় না। সূর্যাস্তের পর খাবারের সন্ধানে বার হয়। গায়ের রং ধূসর বাদামী, দূর থেকে দেখে মনে হবে যেন একটা ফুটবল। দেখতে অনেকটা আমাদের মোরগের মত
বিশ্বের এই একমাত্র পাখি যার ঠোঁটের আগায় রয়েছে নাসারন্ধ্র, কোন পাখি বলুন তো? পাখিটিকে দিনের বেলা খুব একটা দেখা যায় না। সূর্যাস্তের পর খাবারের সন্ধানে বার হয়। গায়ের রং ধূসর বাদামী, দূর থেকে দেখে মনে হবে যেন একটা ফুটবল। দেখতে অনেকটা আমাদের মোরগের মত
পাখিটার নাম হল কিউই। এটিই পৃথিবীর একমাত্র পাখি যার ঠোঁটের গোড়ার দিকে থাকার বদলে লম্বা ঠোঁটের আগায় রয়েছে নাসারন্ধ্র। কিউই একমাত্র পাওয়া যায় নিউজিল্যান্ডে।
পাখিটার নাম হল কিউই। এটিই পৃথিবীর একমাত্র পাখি যার ঠোঁটের গোড়ার দিকে থাকার বদলে লম্বা ঠোঁটের আগায় রয়েছে নাসারন্ধ্র। কিউই একমাত্র পাওয়া যায় নিউজিল্যান্ডে।
কিউই উড়তে পারে না। পালক-ও অন্যান্য পাখির তুলনায় নরম, অনেকটা চুলের মত। পা-দুটো অনেকটা ডাইনোসরের পায়ের আকারের, মজবুত, পেশিবহুল। প্রত্যেক পায়ের চার আঙুলে রয়েছে বড় নখ।
কিউই উড়তে পারে না। পালক-ও অন্যান্য পাখির তুলনায় নরম, অনেকটা চুলের মত। পা-দুটো অনেকটা ডাইনোসরের পায়ের আকারের, মজবুত, পেশিবহুল। প্রত্যেক পায়ের চার আঙুলে রয়েছে বড় নখ।
কিউই পাখি দিনের বেলায় গাছের গর্ত বা কুঠুরির মধ্যে ঢুকে ঘুমিয়ে থাকে। অন্ধকার নামতেই বাসা থেকে বার হয়ে পোকামাকড়, কীটপতঙ্গ, শুঁয়োপোকা ধরে খায়।
কিউই পাখি দিনের বেলায় গাছের গর্ত বা কুঠুরির মধ্যে ঢুকে ঘুমিয়ে থাকে। অন্ধকার নামতেই বাসা থেকে বার হয়ে পোকামাকড়, কীটপতঙ্গ, শুঁয়োপোকা ধরে খায়।
প্রয়োজনে কিউইরা খুব জোরে ছুটতে পারে আর ফাঁদে পড়লে অস্ত্র হিসেবে ব্যবহার করে পায়ের থাবা। গর্তের মধ্যে একটি বা দুটি ডিম পাড়ে কিউই। ডিমের রং হয় সাদা।
প্রয়োজনে কিউইরা খুব জোরে ছুটতে পারে আর ফাঁদে পড়লে অস্ত্র হিসেবে ব্যবহার করে পায়ের থাবা। গর্তের মধ্যে একটি বা দুটি ডিম পাড়ে কিউই। ডিমের রং হয় সাদা।
প্রয়োজনে কিউইরা খুব জোরে ছুটতে পারে আর ফাঁদে পড়লে অস্ত্র হিসেবে ব্যবহার করে পায়ের থাবা। গর্তের মধ্যে একটি বা দুটি ডিম পাড়ে কিউই। ডিমের রং হয় সাদা।
প্রয়োজনে কিউইরা খুব জোরে ছুটতে পারে আর ফাঁদে পড়লে অস্ত্র হিসেবে ব্যবহার করে পায়ের থাবা। গর্তের মধ্যে একটি বা দুটি ডিম পাড়ে কিউই। ডিমের রং হয় সাদা।