হাওড়া: কোজাগরী লক্ষ্মীপুজোয় হারিয়ে যাওয়া খুচরো পয়সা দিয়ে তৈরি হাওড়ার বাঙ্গালপুর নবজাগরণ ক্লাবের প্রতিমা। থিমের অভিনব লক্ষ্মী প্রতিমা দেখতে ভিড় জমিয়েছেন আট থেকে আশি।
গত বছর সন্দেশের প্রতিমা দারুণ জনপ্রিয়তার পর এই বছর হারিয়ে যাওয়া খুচরো পয়সা (কয়েন) দিয়ে প্রতিমা তৈরিহয়েছে বাঙ্গালপুর নবজাগরণ ক্লাবে। ২০ বছরে পদার্পণ করল হাওড়ার জনপ্রিয় এই লক্ষ্মীপুজো। হারিয়ে যাওয়া পয়সা মানুষের কাছে পৌঁছে দিতেই এই অভিনব ভাবনা বাঙ্গালপুর নবজাগরণ ক্লাবের। ১ পয়সা, ২ পয়সা, ৫ পয়সা, ১০ পয়সা, ২০ পয়সা ব্যবহৃত হয়েছে প্রতিমা তৈরিতে। খড়ের উপর হালকা প্রলেপ দিয়ে কাগজ পেস্টিং করে কয়েনগুলো বসানো হয়েছে।
আরও পড়ুন– একাধিক ব্লকে কর্মসূচি, বিজয়া সম্মিলনীর মাধ্যমে জনসংযোগে নামছে তৃণমূল কংগ্রেস
প্রায় ২৫ কেজি পয়সা দিয়ে সজ্জিত হয়েছেন মা লক্ষ্মী, জানালেন শিল্পী শ্যাম জানা। বিলুপ্ত জিনিস দিয়ে হারানো স্মৃতি হিসাবে কয়েন দিয়ে ব্যবহৃত থিমকে তুলে ধরা হয়েছে বলে জানান ক্লাব সেক্রেটারি রঞ্জিত বেরা। প্রতি বছরই এই ক্লাবের কাছ থেকে নানা চমক মানুষ আশা করেন। এই বছরও তার ব্যতিক্রম হয়নি।