আজ, কোজাগরী লক্ষ্মীপুজো। সন্ধ্যায় আশ্বিন মাসের শুক্ল পক্ষের পূর্ণিমায় পুজিতা হবেন ধন সম্পদের দেবী লক্ষ্মী। কোজাগরী পূর্ণিমার প্রায় প্রতি ঘরেই পুজিতা হন দেবী লক্ষ্মী। প্রতীকী ছবি।

Kojagari Laxmi Puja 2024: লক্ষ্মীপুজোয় নিবেদন করুন বিশেষ ফুলগুলি , দেবীর কৃপায় সংসারে অভাব আসবে না কোনওদিন

আচার অনুসারে দেবী লক্ষ্মীর পুজো করলে ঘরে সমৃদ্ধি আসে। সনাতন ধর্মে ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে। এই জ্যোতিষ শাস্ত্রী হিতেন্দ্র কুমার জানিয়েছেন, ধনদেবী লক্ষ্মীকে পাঁচটি ফুল অর্পণ করলে জীবনে সুখ সমৃদ্ধি নেমে আসবে। দূর হবে অর্থকষ্ট। ঋণ-দেনা থেকে মুক্তি পাবেন অনায়াসেই। দেখে নেওয়া যাক কোন কোন ফুল গুলি দেবীকে অর্পণ করা উচিত। প্রতীকী ছবি।
আচার অনুসারে দেবী লক্ষ্মীর পুজো করলে ঘরে সমৃদ্ধি আসে। সনাতন ধর্মে ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে। এই জ্যোতিষ শাস্ত্রী হিতেন্দ্র কুমার জানিয়েছেন, ধনদেবী লক্ষ্মীকে পাঁচটি ফুল অর্পণ করলে জীবনে সুখ সমৃদ্ধি নেমে আসবে। দূর হবে অর্থকষ্ট। ঋণ-দেনা থেকে মুক্তি পাবেন অনায়াসেই। দেখে নেওয়া যাক কোন কোন ফুল গুলি দেবীকে অর্পণ করা উচিত। প্রতীকী ছবি।
লাল জবালাল রঙের জবা ফুল দেবী লক্ষ্মীর প্রিয় বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন জবা ফুল নিবেদন করলে ধন-সম্পদ আসে এবং সমৃদ্ধি লাভ হয়। প্রতীকী ছবি।
লাল জবা
লাল রঙের জবা ফুল দেবী লক্ষ্মীর প্রিয় বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন জবা ফুল নিবেদন করলে ধন-সম্পদ আসে এবং সমৃদ্ধি লাভ হয়। প্রতীকী ছবি।
লাল গোলাপলাল গোলাপের সুবাসে লক্ষ্মী দেবী প্রসন্ন হন। লক্ষ্মী দেবী শুক্রের মালিক। দেবীকে লাল গোলাপ নিবেদন করলে তা শুক্র গ্রহকে শক্তিশালী করতে সাহায্য করে। ফলে বৈষয়িক সুখ এবং সম্পদ বৃদ্ধি পাওয়া যায়। প্রতীকী ছবি।
লাল গোলাপ
লাল গোলাপের সুবাসে লক্ষ্মী দেবী প্রসন্ন হন। লক্ষ্মী দেবী শুক্রের মালিক। দেবীকে লাল গোলাপ নিবেদন করলে তা শুক্র গ্রহকে শক্তিশালী করতে সাহায্য করে। ফলে বৈষয়িক সুখ এবং সম্পদ বৃদ্ধি পাওয়া যায়। প্রতীকী ছবি।
গাঁদা ফুলগাঁদা ফুল ভগবান বিষ্ণুর প্রিয় ফুল। বিশ্বাস করা হয় যে, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কমলা এবং হলুদ রঙা গাঁদা ফুল মহালক্ষ্মীকে নিবেদন করলে তিনি প্রসন্ন হন। মনে করা হয় গাঁদা ফুল নিবেদন করলে আধ্যাত্মিক জ্ঞান লাভ হয়। প্রতীকী ছবি।
গাঁদা ফুল
গাঁদা ফুল ভগবান বিষ্ণুর প্রিয় ফুল। বিশ্বাস করা হয় যে, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কমলা এবং হলুদ রঙা গাঁদা ফুল মহালক্ষ্মীকে নিবেদন করলে তিনি প্রসন্ন হন। মনে করা হয় গাঁদা ফুল নিবেদন করলে আধ্যাত্মিক জ্ঞান লাভ হয়। প্রতীকী ছবি।
সাদা কাঞ্চনমা লক্ষ্মীকে সাদা কাঞ্চন ফুল নিবেদন ফুল নিবেদন করলে জীবনে সুখ শান্তি আসে। এরফলে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায়। কথিত বাড়িতে কাঞ্চন ফুল গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে সম্পদের অভাব হয় না। প্রতীকী ছবি।
সাদা কাঞ্চন
মা লক্ষ্মীকে সাদা কাঞ্চন ফুল নিবেদন ফুল নিবেদন করলে জীবনে সুখ শান্তি আসে। এরফলে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায়। কথিত বাড়িতে কাঞ্চন ফুল গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে সম্পদের অভাব হয় না। প্রতীকী ছবি।
পদ্ম ফুলপদ্মের উপর মা লক্ষ্মীর উপর উপবিষ্টা। মা লক্ষ্মীর সব ফুলের মধ্যে সবচেয়ে প্রিয় পদ্ম। পদ্ম মনে করে হয় সৌন্দর্য এবং পবিত্রতার প্রতীক। প্রতীকী ছবি।
পদ্ম ফুল
পদ্মের উপর মা লক্ষ্মী  উপবিষ্টা। মা  লক্ষ্মীর সব ফুলের মধ্যে সবচেয়ে প্রিয় পদ্ম। পদ্ম মনে করে হয় সৌন্দর্য এবং পবিত্রতার প্রতীক। প্রতীকী ছবি।

(দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।)