কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণের পরেও মৃত্যু ইরাকি যাত্রীর! (Representative Image)

Kolkata Airport Death: মাঝ আকাশেই অসুস্থ, কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণের পরেও মৃত্যু ইরাকের যাত্রীর!

কলকাতা: মাঝ আকাশে যাত্রী সংজ্ঞাহীন ৷ বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক বিমানের জরুরি (মেডিক্যাল) ভিত্তিতে অবতরণ করতে হয় কলকাতা বিমানবন্দরে ৷ চিকিৎসার জন্য ওই যাত্রীকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ইরাকি এয়ারওয়েজের IAW473 বিমানটি এদিন জরুরি ভিত্তিতে অবতরণ করে কলকাতা বিমানবন্দরে ৷ ইরাকি নাগরিক ১৭ বছর কিশোরীর মৃত্যু হয় ৷

আরও পড়ুন– মহালক্ষ্মী হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড় ! অভিযুক্তের ঝুলন্ত দেহ মিলল ওড়িশায়, সুইসাইড নোট থেকে সামনে এল হাড়হিম করা সত্য

দিন কয়েক আগে কলকাতা বিমানবন্দরে আরও একটি বিমান জরুরি ভিত্তিতে অবতরণ করে ৷ মাঝ আকাশে বিমান। হঠাৎ পাইলট সঙ্কেত পান , বিমানের জ্বালানি ট্যাঙ্কে ছিদ্র দিয়ে জ্বালানি পড়ছে। সঙ্গে সঙ্গে বিমানবন্দরে যোগাযোগ করলেন পাইলট। জরুরি অবস্থা জারি করা হয় বিমানবন্দরে। জরুরি ভিত্তিতে বিমানটিকে অবতরণ করালেন পাইলট। সোমবার সকালে ঘটনাটি ঘটে কলকাতা বিমানবন্দরে।

আরও পড়ুন– দুবাইতে এভাবেই থাকতে হয় উত্তর প্রদেশ, বিহারের শ্রমিকদের ! ভাইরাল ভিডিও দেখলে চমকে যাবেন আপনিও

জানা গিয়েছে, সোমবার এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি হংকং থেকে দিল্লি যাচ্ছিল। সকাল ৯টার সময় হংকং থেকে ২৩১ জন যাত্রী নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেয়। ঘড়ির কাঁটায় ১০টা ১৮ মিনিটে যখন বিমানটি কলকাতার আকাশে, সেই সময় ককপিটে সঙ্কেত আসে, বিমানের ডানদিকে ইঞ্জিনের ডানায় ফুয়েল ট্যাঙ্ক ফুটো হয়ে জ্বালানি পড়ে যেতে থাকে। ঝুঁকি না নিয়ে বিমানটিকে ল্যান্ড করাতে বাধ্য হন পাইলট ৷