নতুন নিয়ম হোটেলের

Kolkata Hotels: ৫ হাজার হোটেল-রেস্তোরাঁ নিয়ে বড় সিদ্ধান্ত, বাজেটে বড় ঘোষণা রাজ্যের! কী হবে এর ফলে?

কলকাতা: বাজেটে চমক থাকবে। আগেই ঘোষণা করেছিলেন মমতা বন্দোপাধ্যায়। বাজেট পেশের পর সেই চমক দিয়েছেন বলে তিনি জানিয়েছেন। এর মধ্যে A টু Z সবাইকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। তারই সূত্র ধরে দেখা যাচ্ছে, হোটেল-রেস্তরাঁর মালিকদেরকেও স্বস্তি দেওয়া হয়েছে বাজেটে। বকেয়া লাক্সারি কর মেটাতে ‘সেটেলমেন্ট অফ ডিসপিউট’ স্কিম চালু করছে রাজ্য সরকার। যেখানে শুধুমাত্র বকেয়া লাক্সারি কর নেওয়া হবে। তার উপর জরিমানা বা সুদ নেওয়া হবে না। এর ফলে প্রায় ৫ হাজার হোটেল-রেস্তরাঁ মালিক উপকৃত হবেন বলে মনে করছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

কর ছাড় দেওয়া হয়েছে জমির দানপত্রের ক্ষেত্রেও। বর্তমান আইন অনুযায়ী, পরিবারের সদস্যদের মধ্যে দানপত্রে রেজিস্ট্রেশনে সম্পত্তির মূল্যের উপর ০.৫ শতাংশ হারে স্ট্যাম্প ডিউটি দিতে হয়। এ ধরনের দানপত্রে এই স্ট্যাম্প ডিউটির পরিমাণ সর্বোচ্চ ১ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জেল থেকেই ভেসে উঠছেন ইমরান, নওয়াজের কাজ সহজ নয়! পাকিস্তানের মসনদে কে?

স্বাভাবিকভাবে রাজ্য সরকারের এই ঘোষণায় উপকৃত হবে হোটেল, রেস্তরাঁ ব্যবসায়ীরা। লাভ পাবেন জমি-বাড়ির মালিকরাও। তবে কর ছাড় দেওয়ায় রাজ্যের রাজস্ব খাতে বড় ক্ষতি হবে বলেই মত ওয়াকিবহাল মহলের।য়েছে, রেজিস্টার্ড গাড়ির ক্ষেত্রে কম হারে লাইম টাইম ট্যাক্স কার্যকর করার কথা বলা হয়েছে। ছোট প্যাসেঞ্জার গাড়ির ক্ষেত্রেও কম হারে ট্যাক্স কার্যকর করা হতে পারে।

আরও পড়ুন: ‘নির্বাচনী বক্তৃতা, ভোটে হেরে যাওয়ার আতঙ্ক থেকেই এই ভোটমুখী বাজেট…’ কড়া প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর

তবে কত শতাংশ হারে কর কার্যকর হবে, তার উল্লেখ নেই বাজেটেরাজ্যের এই ভূমিকাতে একদিকে যেমন স্বস্তি পাবেন রেস্তরাঁ, গাড়ির মালিকরা তেমনই রাজ্যের আয়েও টান পরতে পারে বলে মনে করছে ওয়াকিবহল মহল।মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় অবশ্য জানিয়েছেন, বাংলার সরকার দেখিয়ে দিল, কিভাবে এগিয়ে যেতে হয়। মানুষের কথা ভাবতে হয়। এত আর্থিক সংকটের মধ্যেও সরকার সব মানুষের সুবিধা হয় এমন বাজেট ঘোষণা হয়েছে। একই সাথে মমতা বন্দোপাধ্যায় বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, চিন্তা শক্তি থাকতে হয়। কুৎসা আর অপপ্রচার করে উন্নয়ন হয় না। আমি বলেছিলাম আপনাদের বাজেটে চমক দেব। সেই চমক দেওয়া হয়েছে।