কলকাতায় 'জমি হাঙর'-দের নজরে পরিত্যক্ত ৪০ কাঠা জমি

কলকাতায় ‘জমি হাঙর’-দের নজরে পরিত্যক্ত ৪০ কাঠা জমি ! অভিযোগ এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: এবার খাস কলকাতায় ‘জমি হাঙর’ দের নজরে পরিত্যক্ত ৪০ কাঠা জমি! একদিকে যখন মুখ্যমন্ত্রী সরকারি জমি দখলমুক্ত করতে কড়া বার্তা দিয়েছেন ঠিক তখনই এবার খাস কলকাতায় জমি হাঙরদের নজরে পরিত্যক্ত জমি হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠল এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে।

কলকাতা পুরসভার ৫৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এন্টালির কনভেন্ট লেন মতিঝিল এলাকায় দীর্ঘদিন ধরে একটি ডাম্পিং গ্রাউন্ড স্থানীয় বাসিন্দাদের কাছে আতঙ্কের পরিবেশ হয়ে উঠেছিল।‌ ৪০ কাঠা এই জমিতে আবর্জনার পাহাড় পরিষ্কারের কাজ শুরু করতেই সেই জমিতে ‘কুনজর’ পড়েছে অসাধু ব্যবসায়ীদের বলে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল।

আরও পড়ুন– মহরমে সামান্য বৃষ্টি, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা! সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস

রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতরের কাছে বাসিন্দাদের আর্জি, পরিত্যক্ত এই জমিটি কার আওতায় রয়েছে, কোনও ব্যক্তিগত মালিকানা? নাকি সরকারি জমি? তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, জমিটি বড়ুয়া মাঠ হিসেবে পরিচিত। আগে এই মাঠটি খেলার মাঠ হিসেবেই ব্যবহৃত হত।‌ পরবর্তীকালে আবর্জনা ফেলতে ফেলতে মাঠটি কার্যত ডাম্পিং গ্রাউন্ড হিসেবে গড়ে ওঠে। জমিটি যদি কারোর ব্যক্তিগত সম্পত্তি হত তাহলে দীর্ঘদিন ধরে একপ্রকার পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মাঠটিকে কেউ ‘তাদের’ বলে দাবি করলেন না কেন? এই প্রশ্ন তুলে পুনরায় মাঠটিকে খেলার মাঠ হিসেবে ফিরিয়ে দেওয়ার দাবি তুলছেন এলাকার বাসিন্দারা।

আরও পড়ুন– নববধূকে নিয়ে হেলিকপ্টারে উঠলেন বর, কনে বিদায় দেখতে উপচে পড়ল ভিড় ! হতবাক পুলিশও

মাঠকে কংক্রিটের জঙ্গলের হাত থেকে রক্ষা করতে স্থানীয় মানুষজন তৈরি করেছে ‘মাঠ বাঁচাও কমিটি’৷ স্থানীয় কাউন্সিলর তথা মেয়র পারিষদ স্বপন সমাদ্দারও ‘প্রোমোটার রাজ’ ঠেকাতে নেমেছেন আন্দোলনে। ডাম্পিং গ্রাউন্ড হওয়ার বহু বছর আগে এই মাঠ থেকে অনুশীলনের মাধ্যমে অনেক প্রতিভাবান ক্রীড়াবিদদের জন্ম হয়েছে। এরপর থেকে আবর্জনার পাহাড়েই অস্বাস্থ্যকর পরিবেশেই এলাকার শিশুরা নিরুপায় হয়ে খেলাধুলা করে। চারিদিক বহুতল ঘেরা ঘনবসতিপূর্ণ এলাকার মাঝে এই একমাত্র পরিত্যক্ত মাঠকে পুরনো অবস্থায় ফিরিয়ে দেওয়া এবং সবুজায়নের লক্ষ্যে ডাম্পিং গ্রাউন্ড থেকে প্রতিদিন ময়লার পাহাড় পরিষ্কার শুরু হতেই রাতের অন্ধকারে এই মাঠে এসে একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা জমি জরিপের কাজ শুরু করার খবর চাউর হতেই রুখে দাঁড়িয়েছেন এলাকার মানুষজন।

‌অভিযোগ, শাসক দলের একাংশের মদতেই এই মাঠকে দখল করতে সক্রিয় হয়েছে একটি অসাধু চক্র। মাঠ বাঁচাতে এলাকায় পড়েছে একাধিক পোস্টার। আবর্জনার পাহাড় পরিষ্কার করার পরপরই বেআইনিভাবে ফাঁকা মাঠ দখল করার অভিযোগও উঠছে। মতিঝিল প্রাইমারি স্কুল লাগোয়া এই জমিতে ‘জমি হাঙর’-দের নজর দেওয়ার কথা‌ খোদ‌‌ স্বীকার করে নিয়েছেন স্থানীয় কাউন্সিলর।‌ ‘জমি হাঙর’-দের হাত থেকে এই জমি রক্ষা করতে অবস্থান আন্দোলনেও শামিল হয়েছেন তিনিও।