প্রতিমা বিসর্জন নিয়ে পদক্ষেপ।

Durga Puja 2024: প্রতিমা বিসর্জন নিয়ে এবার দৃশ্যদূষণের মোকাবিলায় ব্যবস্থা! কী কী পদক্ষেপ?

কলকাতা: গঙ্গা থেকে দ্রুত প্রতিমার কাঠামো তোলার জন্য আগামী বছর থেকে ব্যবস্থা করা হবে আরও বেশি সংখ্যক ভাসান কুলি। ক্রেনে করে নিরঞ্জনের পরে প্রতিমা তুলে ফেলার সময় যে দৃশ্য দূষণ হয়, তা বন্ধ করতে চাইছে কলকাতা পুরসভা ও বন্দর কর্তৃপক্ষ।

আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে ৫ রেকর্ড গড়লেন সঞ্জু! ঘোর বিপদে পড়লেন অন্য দুই ভারতীয় সতীর্থ

কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম জানিয়েছেন, “আগামী বছর থেকে প্রতিমা নিরঞ্জনের সময় বেশি করে ভাসান কুলিকে নেওয়া হবে। তারাই প্রতিমার কাঠামো দ্রুত জল থেকে তুলে নেবেন। তারা সেটিকে পাড়ে তুলে দেবেন। সেখান থেকে পুরসভার কর্মীরা প্রতিমার কাঠামো তুলে নেবে। যে কাঠামোকে পুজো করা হল, সেই কাঠামোকে যে ভাবে তুলে ফেলা হয় তা অনেকের আবেগেও দুঃখ দেয়। এছাড়া ক্রেনে করে তুলতে যে সময়টা লাগে, তার অনেক আগেই ভাসান কুলিরা এই প্রতিমা তুলে নিতে পারবেন। তাই গঙ্গার জলের দূষণ ও দৃশ্য দূষণ রুখতে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুন: ভারতে কোন রাজ্যের মানুষ সবচেয়ে বেশি মদ খান? কোথায় রয়েছে পশ্চিমবঙ্গ? জানলে চমকে যাবেন

প্রতিমা বিসর্জন ঘিরে বরাবরই দূষণ নিয়ে প্রশ্ন ওঠে। দূষণ ঠেকাতে এবার আরও কড়া হতে চলেছে কলকাতা পুরসভা। মেয়রের এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন পরিবেশবিদ সুভাষ দত্ত।