Kolkata metro

Kolkata Metro: খরচ লক্ষ লক্ষ, যাত্রী হাতেগোনা! রাত ১১টায় ট্রেন চালানোয় ইতি টানল মেট্রো

কলকাতা: পর্যাপ্ত যাত্রী হচ্ছে না রাত ১১টার মেট্রোতে, তাই পরীক্ষামূলক ভাবে চালু করলেও বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। রাত ১১টায় মেট্রো চালাতে গিয়ে বিপাকে কর্তৃপক্ষ।

২৪ মে শুক্রবার থেকে সোম থেকে শুক্রবার পর্যন্ত বিশেষ পরিষেবা চালু করেছিল মেট্রো রেল। দমদম এবং কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছেড়েছিল রাত ১১টায়। দেশের অনেক শহরেই গভীর রাত পর্যন্ত মেট্রো চলে, তেমনই পরীক্ষামূলক ভাবে কলকাতায় এই পরিষেবা চালু করেছিল মেট্রো রেল। তবে অনেক চেষ্টা করেও তেমন সাড়া মিলল না। মেট্রোরেল সূত্রে খবর, ২৪ মে তারিখের দমদম-কবি সুভাষ মেট্রো পথে মাত্র ৬০০ যাত্রী হয়েছে। শুধু তাই নয়, যাত্রীদের ভাড়া বাবদ সেদিন আয় হয়েছে মাত্র ৬০০০ টাকা। কিন্তু এক দিনে রাত ১১টার মেট্রো চালাতে খরচ হয়েছে ৩ লক্ষ ২০ হাজার টাকা। তাই বিপুল পরিমাণে ক্ষতির মুখে পড়ে আপাতত রাত ১১টার মেট্রো চালানো বন্ধ করছেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ক্যানসারে মারা গিয়েছেন স্ত্রী, সহ্য করতে না পেরে শোকে আত্মঘাতী আইপিএস অফিসার

পরীক্ষামূলক ভাবে রাতে একদিন চালানো হয় মেট্রো। পরিস্থিতি বুঝে রোজ রাত ১১টায় মেট্রো চালু করতে চেয়েছিলেন মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু এই অবস্থায় সেই পরিকল্পনা আর নেওয়া হচ্ছে না। অর্থাৎ এত দিন যেমন দমদম এবং কবি সুভাষ থেকে দিনের শেষ মেট্রো ছাড়ত রাত ৯টা ৪০ মিনিটে তেমনই ছাড়বে।