কালীপুজো উপলক্ষে বদলাতে চলেছে কলকাতা মেট্রোরেলের সময়সূচি। মেট্রোরেল সূত্রে খবর নীল লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর কবি সুভাষ রুটে কালীপুজোর দিন অন্যান্য দিনের তুলনায় কম মেট্রো চলবে।

Kolkata Metro: অফিস টাইমে বন্ধ মেট্রো, চরম দুর্ভোগ যাত্রীদের! পুজোয় রেকর্ড লাভের পরেই থমকাল পাতাল রেল

কলকাতা: পুজোর পরে ত্রয়োদশীতেই থমকে গেল মেট্রোর চাকা। মঙ্গলবার অফিস টাইমে যান্ত্রিক গোলযোগের জন্য বন্ধ রইল মেট্রো। প্রায় ১০ মিনিট ধরে এদিন বন্ধ থাকে মেট্রো চলাচল। দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মঙ্গলবার সকালে বন্ধ ছিল মেট্রো চলাচল।

আরও পড়ুন: কিছু কিছু টয়লেটের বাইরে লেখা থাকে WC… জানেন এই WC-এর অর্থ কি?

চতুর্থী থেকে দশমী পর্যন্ত মেট্রোর যাত্রীর সংখ্যা ৫০ লক্ষ ৫০ হাজার। গতবারের তুলনায় এবার অতিরিক্ত ১.৭৭ শতাংশ যাত্রী মেট্রোয় সওয়ার হয়েছেন। দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে যাত্রী ছিল ৪৪ লক্ষ ১৯ হাজার। শিয়ালদহ-ফুলবাগান রুটের মেট্রোতে সওয়ার হয়েছেন ২ লক্ষ ৫৩ হাজার জন। হাওড়া-এসপ্ল্যানেড রুটের মেট্রোতে সওয়ার হয়েছেন ৩ লক্ষ ৭৯ হাজার জন। যাত্রী ওঠানামায় রেকর্ড গড়েছে দমদম স্টেশন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে কালীঘাট এবং শোভাবাজার।

আরও পড়ুন: “ব্যাটারদের দিন শেষ, ব্যাটসম্যানদের পুজো করার মানসিকতা বদলানো উচিত”, বিস্ফোরক কোচ গম্ভীর

ব্লু লাইনে অর্থাৎ পুরনো মেট্রো লাইনের দমদম স্টেশনে চতুর্থ থেকে দশমী পর্যন্ত যাত্রীর সংখ্য়া রেকর্ড করা হয়েছে ৪.৪৩ লাখ, কালীঘাটে ৩.৬১ লাখ ও শোভাবাজারে ৩.১১ লাখ। গ্রিন লাইনে-১ এ চতুর্থী থেকে দশমী পর্যন্ত শিয়ালদহে রেকর্ড যাত্রী ওঠানামা করেছেন ১ লাখ, সল্টলেক সেক্টর ফাইভে রেকর্ড করা হয়েছে ৪৭,৮৯৪ ও ফুলবাগানে ২৬,২৮৫ জন।

গ্রিন লাইন ২-এ চতুর্থী থেকে দশমী পর্যন্ত হাওড়ায় রেকর্ড করা হয়েছে ১.৯৮ লাখ যাত্রী, হাওড়া ময়দানে ১.২৩ লাখ ও মহাকরণে ৩৩,৬৫৩ যাত্রী সংখ্যা। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, পুজোয় ভোররাত অবধি মেট্রো চালানো হয়েছে। যাত্রী সহায়তা দেওয়া হয়েছে। মানুষ দ্রুত পৌঁছতে তাই মেট্রোর ওপরে ভরসা রেখেছেন।