এর জন্য কার্বালিক অ্যাসিড ছড়ায় অনেকেই৷ কিন্তু সমস্যা হল তা অনেক সময় পাওয়া যায় না৷ খানিক খরচসাপেক্ষও বটে৷

Snake Facts: রান্নাঘরে থাকা এই একটি মশলাকে যমের মতো ভয় পায় সাপ…! বাড়িতে থাকলেই কামাল, দৌড়ে পালাবে

বর্ষাকাল মানেই যে সাপের উপদ্রব তা আর আলাদা করে বলার কিছু নেই। এই সময় ঝোপেঝাড়ে আস্তানা গাড়ে সাপ।
বর্ষাকাল মানেই যে সাপের উপদ্রব তা আর আলাদা করে বলার কিছু নেই। এই সময় ঝোপেঝাড়ে আস্তানা গাড়ে সাপ।
পৃথিবীতে মোট ৩ হাজারের বেশি প্রজাতির সাপ রয়েছে। তবে মাত্র ৭ শতাংশ সাপের কামড়ে মানুষের মৃত্যু হয়। তবে সঠিক সময়ে ট্রিটমেন্ট করলে এড়ানো যেতে পারে মৃত্যু।
পৃথিবীতে মোট ৩ হাজারের বেশি প্রজাতির সাপ রয়েছে। মাত্র ৭ শতাংশ সাপের কামড়ে মানুষের মৃত্যু হয়। তবে সঠিক সময়ে ট্রিটমেন্ট করলে এড়ানো যেতে পারে মৃত্যু।
 বৃষ্টিতে গ্রামাঞ্চলে বেড়েছে সাপের উপদ্রবও। এর মধ্যে অনেক বিষাক্ত সাপও থাকে। বাড়িতে বাড়ছে সাপের আনাগোনা। সাপ তাড়াতে কার্বলিক অ্যাসিডের কথা তো সকলেরই জানা। বাকি উপায়গুলিও জেনে রাখুন কিন্তু।
বৃষ্টিতে গ্রামাঞ্চলে বেড়েছে সাপের উপদ্রবও। এর মধ্যে অনেক বিষাক্ত সাপও থাকে। বাড়িতে বাড়ছে সাপের আনাগোনা। সাপ তাড়াতে কার্বলিক অ্যাসিডের কথা তো সকলেরই জানা। বাকি উপায়গুলিও জেনে রাখুন কিন্তু।
লেবুর রসের সঙ্গে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে সেটা ঘরের কোণায় ছড়িয়ে রাখুন। সাপ এই গন্ধকে বেশ ভয় পায়।
লেবুর রসের সঙ্গে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে সেটা ঘরের কোণায় ছড়িয়ে রাখুন। সাপ এই গন্ধকে বেশ ভয় পায়।
রসুনের সঙ্গে তেল মিশিয়ে একদিন রাখলে একই সঙ্গে বাড়ির চারপাশে স্প্রে করলে সাপ প্রবেশ করবেনা ৷
রসুনের সঙ্গে তেল মিশিয়ে একদিন রাখলে একই সঙ্গে বাড়ির চারপাশে স্প্রে করলে সাপ প্রবেশ করবেনা ৷

 

জঙ্গল, পার্ক বা জলাভূমির কাছাকাছি বাড়ি হলে সাবধান। বৃষ্টি হলে দরজা-জানালা বন্ধ রাখুন। সর্বদা বাড়ির বন্ধ এবং ওভারলোড জায়গা পরীক্ষা করতে থাকুন। সঙ্গে টর্চ রাখুন।
জঙ্গল, পার্ক বা জলাভূমির কাছাকাছি বাড়ি হলে সাবধান। বৃষ্টি হলে দরজা-জানালা বন্ধ রাখুন। সর্বদা বাড়ির বন্ধ এবং ওভারলোড জায়গা পরীক্ষা করতে থাকুন। সঙ্গে টর্চ রাখুন।
যদি সাপে কামড় দেয়, তবে প্রাথমিক চিকিৎসা হিসাবে, প্রথমে কামড়ানো জায়গাটির কিছুটা উপরে শক্ত ভাবে বেঁধে রাখতে হবে যাতে রক্ত সঞ্চালন বন্ধ না হয়।
যদি সাপে কামড় দেয়, তবে প্রাথমিক চিকিৎসা হিসাবে, প্রথমে কামড়ানো জায়গাটির কিছুটা উপরে শক্ত ভাবে বেঁধে রাখতে হবে যাতে রক্ত সঞ্চালন বন্ধ না হয়।
বেশিরভাগ বিষাক্ত সাপ জলের কাছাকাছি থাকতে পছন্দ করে। কিন্তু ভারতীয় সাপের ক্ষেত্রে এই আচরণ ভিন্ন। তারা গরম জায়গায় বাস করে। আপনি রঙ দ্বারা তাদের সনাক্ত করতে পারেন।
আরও লক্ষণ, বেশিরভাগ বিষাক্ত সাপ জলের কাছাকাছি থাকতে পছন্দ করে। কিন্তু ভারতীয় সাপের ক্ষেত্রে এই আচরণ ভিন্ন। তারা গরম জায়গায় বাস করে। আপনি রঙ দ্বারা তাদের সনাক্ত করতে পারেন।