পুজোর আগেই সুখবর, আরও বাড়ল মেট্রো! শনি-রবি কোন লাইনে, কখন চলবে অতিরিক্ত ট্রেন? দেখে নিন টাইম টেবিল

Kolkata Metro: রবিবার ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য অতিরিক্ত মেট্রো, কখন থেকে পরিষেবা?

কলকাতা: রবিবার পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষা রয়েছে ৷  ওইদিন বাড়তি মেট্রো পরিষেবা দেবে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ সকাল ৯টার বদলে রবিবার সকাল ৭টা থেকে মেট্রো চালানো হবে৷ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্তই এই পরিষেবা দেওয়া হবে ৷

রবিবার মোট ১৩৮টি রেক চালাবে মেট্রো কর্তৃপক্ষ ৷  রবিবার ১৩০টি রেক চালানো হয় ৷ তবে এই রবিবার এর ব্যতিক্রম। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, সকাল ৭টা-৯টা পর্যন্ত আপ-ডাউন মিলিয়ে মোট চার জোড়া রেক চালানো হবে ৷  সকাল নটার পর থেকে রবিবারের মতো  সময় অন্তর পরিষেবা দেবে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷

মেট্রোর তরফে জানানো হয়েছে দমদম এবং কবি সুভাষ দু’দিক থেকেই মেট্রো পরিষেবা চালু হবে রবিবার সকাল ৭টায়। এরপর সাড়ে ৭টা,  ৮টা এবং সাড়ে ৮টায় মেট্রো চলবে। দক্ষিণেশ্বর থেকে মেট্রো চালু হবে সকাল ৭টা ১৫ মিনিটে। তবে রবিবারের মতো গ্রিন লাইন ১, ২, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।