মাঝের খেয়া

Bangla Video: নদী পেরোলেই বাঁশের জেটি, প্রাণ হাতে যাতায়াত

দক্ষিণ ২৪ পরগনা: নদীর একদিকের জেটি কংক্রিটের, অপরদিকে বাঁশের‌। এই পরিস্থিতিতে নিত্যদিন প্রাণ হাতে করে চলছে যাতায়াত। এমন‌ই অবস্থা কুলতলির মৈপিঠ ও রায়দিঘির কনকনদিঘির সংযোগকারী মাঝের খেয়ার।

কংক্রিটের জরাজীর্ণ খেয়াঘাটটি দীর্ঘদিন সংস্কার না করায় তা ব‍্যাবহারের অযোগ্য হয়ে উঠেছে। তবুও এই খেয়াঘাট দিয়ে প্রতিদিন প্রায় হাজারখানেক যাত্রী নদী পারাপার করেন। একপ্রকার জীবন হাতে করে তাঁরা নিত‍্য এই খেয়াঘাট ব‍্যবহার করছেন। এই পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে খেয়াঘাট ব‍্যাবহারকারী যাত্রীরা দ্রুত সংস্কারের দাবি তুলেছেন। গুরুত্বপূর্ণ এই মাঝের খেয়াঘাট দিয়ে কুলতলি ব্লকের মৈপিঠ ও রায়দিঘির কনকনদিঘির মধ‍্যে যাতায়াত করা যায়।

আর‌ও পড়ুন: জীবনের ঝুঁকি নিয়ে ডাকাত ধরেও ব্রাত্য থেকে গেলেন সিভিক ভলেন্টিয়ার

স্থানীয়দের কাছে এই খেয়াঘাটটি যাতায়াতের প্রধান মাধ‍্যম। কিন্তু খেয়াঘাটটিতে বর্তমানে নেই কোনও রেলিং-এর ব‍্যবস্থা। ফলে যেকোনও মুহূর্তে দুর্ঘটনার‍ সম্ভবনা থেকেই যাচ্ছে। এছাড়াও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খেয়াঘাটটি যেকোনও মুহূর্তে ভেঙে পড়ে যাওয়ার ভয় থাকছে।

রাতে সেখানে কোনও আলোর বন্দোবস্ত থাকে না। সন্ধেরর পর এই খেয়াঘাট ব‍্যাবহার করা বিপজ্জনক হয়ে ওঠে। কোনরকমে টর্চের আলো জ্বালিয়ে নৌকাকে পথ দেখিয়ে নিয়ে আসতে হয়। এই পরিস্থিতিতে দ্রুত খেয়াঘাটটির সংস্কার করে ব্যবহারের যোগ্য করে তোলার দাবি জানিয়েছে এলাকাবাসীরা।

নবাব মল্লিক