Sandip Ghosh: সন্দীপ ঘোষের বাড়ির একাংশে বেআইনি নির্মাণ? বেলেঘাটার বাড়িতে কলকাতা পুরসভার নোটিস

 কলকাতা: এবার সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে গেল কলকাতা পুরসভার নোটিস। আরজি মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষের বেলেঘাটার ৮৩, বদন রায় লেনের চারতলা বাড়িটি পুরসভার আইন বা নিয়ম মেনে তৈরি হয়েছে কি না তাই নিয়েই উঠেছে প্রশ্ন। বাড়ির একাংশ বেআইনি ভাবে নির্মিত বলে অভিযোগ উঠেছে। তার ভিত্তিতেই বাড়িটি খতিয়ে দেখতে যাবে পুরসভার একটি দল।  ইতি মধ্যে U/S 544 of CMC act এ নোটিস জারি করেছে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ। তাতে বলা হয়েছে ৩০ সেপ্টেম্বর অর্থাৎ আগামী সোমবার পুরসভার বিল্ডিং বিভাগের তরফে এই বাড়িটি পরিদর্শন করা হবে।

বেলেঘাটার বদন রায় লেনে সন্দীপের যে চার তলা বাড়িটি রয়েছে, তার কিছু অংশ বেআইনিভাবে নির্মিত বলে অভিযোগ। পুরসভার ইঞ্জিনিয়ার জীবন দাস এবং কিরণ মণ্ডল প্রাক্তন অধ্যক্ষের বাড়িতে যাবেন।

আরও পড়ুন: টাকা তুলছেন মেয়রের ওএসডি, থানায় অভিযোগ অভিষেকের দফতরের! শুনে কী বললেন ফিরহাদ?

আরজি কর দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর নথি এসেছে ইডির হাতে। ইতিমধ্যেই এই মামলায় গ্রেফতার হওয়া আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের একাধিক বাড়িতে দফায় দফায় চিরুনি তল্লাশি শুরু করেছে সিবিআই ও ইডির গোয়েন্দারা। ইডির তল্লাশিতে উদ্ধার হয়েছিল বিপুল সংখ্যক ডাক্তারি পরীক্ষার উত্তরপত্রের কপি। তবে সন্দীপ ঘোষ নয়, উত্তরপত্র পাওয়া গিয়েছিল তাঁর শ্যালিকার ফ্ল্যাট থেকে।