সঞ্জয়ের বাইক।

Sanjay Rais bike: পুলিশ কমিশনারের নামে কেন নথিভুক্ত সঞ্জয়ের ব্যবহৃত বাইক? ব্যাখ্যা দিল লালবাজার

কলকাতা: আরজি কর কাণ্ডে গ্রেফতার হওয়া অভিযুক্ত সঞ্জয় রাইয়ের বাইক আগেই বাজেয়াপ্ত করেছিল কলকাতা পুলিশ। এরপরে তদন্তভার সিবিআইয়ের কাছে যাওয়ার পরে সেই বাইকটি সিবিআইয়ের হাতে তুলে দেয় কলকাতা পুলিশ।

বিভিন্ন সূত্র মারফত ছড়িয়ে যায় অভিযুক্ত সঞ্জয়ের বাইকটি কলকাতার পুলিশ কমিশনারের নামে নথিভুক্ত করা। সমাজমাধ্যমেও দ্রুত ছড়িয়ে যায় এই বিষয়টি। এবার সঞ্জয়ের বাইক নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিল কলকাতা পুলিশ।

আরও পড়ুন: মাঝরাতে জেলের মধ্যে পায়চারি, রবিবার পলিগ্রাফ টেস্টের আগেই মুখ খুলল সঞ্জয়?

সমাজমাধ্যমে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ‘কলকাতা পুলিশের বিভিন্ন বিভাগ দ্বারা ব্যবহৃত সমস্ত সরকারি যান কমিশনারের নামেই সরকারিভাবে নথিভুক্ত করা হয়’। অর্থাৎ সেই কারণেই সঞ্জয়ের বাইকটিও কলকাতা পুলিশের নামে নথিভুক্ত করা হয়েছে। সেই সঙ্গে এই প্রসঙ্গে আরও দাবি করা হয় যে সমাজমাধ্যমে এই নিয়ে ‘অহেতু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে’।

আরও পড়ুন: দেশের সবচেয়ে বড় ইনকাম ট্যাক্স রেইড, ১০ দিন ধরেও টাকা গোনা শেষ হয়নি! কত নগদ উদ্ধার হয় জানেন?

কলকাতা পুলিশের তরফে সমাজমাধ্যমে লেখা হয়, “আরজি কর হাসপাতাল হত্যা ও যৌন নির্যাতন মামলায় প্রধান অভিযুক্ত সঞ্জয় রায় যে মোটরবাইক ব্যবহার করত, সেটি বাজেয়াপ্ত করে কলকাতা পুলিশ। পরে সেটি সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়। বাইকটি নথিভুক্ত ছিল কলকাতা পুলিশ কমিশনারের নামে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন কিছু ব্যক্তি। এ ব্যাপারে আমরা স্পষ্ট করে দিতে চাই যে কলকাতা পুলিশের বিভিন্ন বিভাগ দ্বারা ব্যবহৃত সমস্ত সরকারি যান কমিশনারের নামেই সরকারিভাবে নথিভুক্ত করা হয়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি”।