নির্যাতিতার পরিচয় ফাঁস করে বিপাকে সন্দীপ ঘোষ৷

Kolkata Police summons Sandip Ghosh: নির্যাতিতার নাম বলে দেওয়ার অভিযোগ, আরও বিপাকে সন্দীপ ঘোষ! তলব করল লালবাজার

কলকাতা: আরজি কর কাণ্ডে নির্যাতিতার নাম বলে দেওয়ার অভিযোগে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তলব করল লালবাজার৷ টালা থানায় দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতেই সন্দীপ ঘোষকে তলব করা হয়েছে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর৷

আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা সামনে আসার পর তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সংবাদমাধ্যমে একাধিকবার নির্যাতিতার নাম বলে দেন বলে অভিযোগ৷ যা সুপ্রিম কোর্টের নির্দেশিকার পরিপন্থী৷ এর পরেই সন্দীপের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলায় দায়ের হয় টালা থানায়৷ আগামিকালই সন্দীপ ঘোষকে লালবাজারে হাজিরা দিতে বলা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷

আরও পড়ুন: আরজি করে কেন্দ্রীয় বাহিনী, অন্য সরকারি হাসপাতালের নিরাপত্তায় পুলিশ-সেনার প্রাক্তন কর্তারা! সিদ্ধান্ত রাজ্যের

একদিকে সিবিআই-এর টানা জিজ্ঞাসাবাদ যেমন চলছে, তেমনই সন্দীপের ঘোষের বিরুদ্ধে এবার তৎপর হয়েছে স্বাস্থ্য দফতর এবং কলকাতা পুলিশও৷ ইতিমধ্যেই টালা থানায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তিনটি আলাদা মামলা দায়ের হয়েছে৷ অভিযোগ, আরজি কর হাসপাতালের অধ্যক্ষ থাকার সময় হাসপাতালে নির্মাণ সংক্রান্ত টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতিতে জড়িয়েছিলেন সন্দীপ৷ এই অভিযোগে ২০২২ সালে দুটি এবং ২০২৩ সালে একটি অভিযোগ জমা পড়ে স্বাস্থ্য দফতরে৷ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে টালা থানায় মামলা দায়ের করেন স্বাস্থ্য দফতরের এক স্পেশ্যাল সেক্রেটারি৷

ইতিমধ্যেই আরজি কর কাণ্ডে টানা পাঁচ দিন সিবিআই-এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে সন্দীপ ঘোষকে৷ তাঁর বয়ানে যথেষ্ট অসঙ্গতিও মিলেছে বলে সিবিআই সূত্রে খবর৷