শাড়ি 

North Dinajpur News: জেলার এই মেলাতে এ বার হিট বাংলাদেশের নানা শাড়ি! দাম কত জানেন?

উত্তর দিনাজপুর: বাংলাদেশের সরকার পতনের পর অনেকেই ভেবেছিলেন দুই দেশের ব্যবসা-বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়বে, কিন্তু ঠিক উল্টো ছবি দেখা গেল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের এক্সপো মেলায়। এখানে দেদার বিক্রি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ধরনের শাড়ি। এই শাড়ি কিনতেই ভিড় উপচে পড়ছে বাংলাদেশের এই স্টলে।

বাংলাদেশের এই শাড়ির স্টলে রয়েছে ঢাকাই জামদানি, মসলিন, রাজশাহী সিল্ক-সহ বিভিন্ন ধরণের বাংলাদেশের শাড়ি এতেই মন মজেছে জেলাবাসীর। সামনেই যেহেতু পুজো, তার আগে এক্সপো মেলায় বাংলাদেশি শাড়ির স্টল থেকে নিজের পছন্দমতো শাড়ি কিনে নিচ্ছেন মহিলারা।

আরও পড়ুন- ‘সিবিআই আমাদের আশ্বস্ত করেছে…বিচার দেবে’ আদালতকে ধন্যবাদ জ্ঞাপন নির্যাতিতার বাবা-মায়ের

যাঁরা শাড়ি ভালবাসেন, তাঁদের জন্য বিভিন্ন রকমের শাড়ির সম্ভার রয়েছে এই বাংলাদেশি স্টলে । এই শাড়িগুলোর মধ্যে সব থেকে জনপ্রিয় টাঙ্গাইল তাঁত, টাঙ্গাইল হাফ সিল্ক, রাজশাহী সিল্ক, ঢাকাই মসলিন, কাতান, কাটা শাড়ি, জামদানি, বেনারসি ও জর্জেট। এছাড়াও এখানকার ঢাকাই জামদানি, ও মসলিন সিল্ক বেশ আকর্ষণীয়। কারুকাজ, রঙের ব্যবহার ও ডিজাইন মিলিয়ে এই শাড়ির চাহিদা অনেক।

পাকা রং আর ওজনে হালকা, সঙ্গে জুতসই দাম হওয়ায় উচ্চবিত্ত থেকে নিম্নমধ্যবিত্ত— সবাই আসছেন এই শাড়ির স্টলে। ঢাকা থেকে আগত বাংলাদেশি এই স্টলের মালিক মোঃ নুর হোসেন বলেন, “প্রায় নয় বছর ধরে আমরা এই মেলায় বিভিন্ন শাড়ির স্টল নিয়ে হাজির হই। এবারও বাংলাদেশের অশান্তির আগেই আমরা ভারতে চলে এসেছিলাম। ভারতে দীর্ঘদিন ধরে শাড়ির ব্যবসা করে আসছি। এই বাংলাদেশি স্টলে ১৫০০ টাকা থেকে ৬০০০ টাকা দামের শাড়ি রয়েছে।”

আরও পড়ুন- পেট জ্বালা, বুক জ্বালা? মুঠো মুঠো অ্যান্টাসিড না গিলে খেয়ে দেখুন এই খাবারগুলো

তাই বাংলাদেশি স্টল থেকে বিভিন্ন ধরনের শাড়ি কিনতে আপনাকে চলে আসতে হবে রায়গঞ্জের এক্সপো মেলায়। এক মাস ব্যাপী এই মেলায় পেয়ে যাবেন আপনার পছন্দমত বিভিন্ন ধরনের শাড়ির সম্ভার।

পিয়া গুপ্তা