কৃষ্ণনগর: কৃষ্ণনগর কাণ্ডে ক্রমশ আত্মহত্যার তত্ত্বই জোরাল হচ্ছে তদন্তকারীদের সামনে৷ এসপি অফিসের অদূরে যে পুজো মণ্ডপের পাশ থেকে গত বুধবার তরুণীর দগ্ধ দেহ উদ্ধার হয়, এ দিন সেই ঘটনাস্থলে যায় ফরেন্সিক দল৷ ফরেন্সিক বিশেষজ্ঞদের প্রাথমিক পর্যবেক্ষণও আত্মহত্যার দিকেই ইঙ্গিত করছে বলেই পুলিশ সূত্রে খবর৷ পাশাপাশি, সিসিটিভি ফুটেজে তরুণীর যে গতিবিধি ধরা পড়েছে, তাও ঘটনাক্রমের সঙ্গে মিলে যাচ্ছে৷
এখনও পর্যন্ত পাওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতে পুলিশের সূত্রে দাবি করা হচ্ছে, মণ্ডপের ভিতরেই সম্ভবত অগ্নিদগ্ধ হন ওই তরুণী৷ এ বিষয়ে একরকম নিশ্চিত পুলিশ৷
তরুণীর মৃতদেহ উদ্ধারের পর থেকেই প্রশ্ন উঠছিল, তিনি আত্মহত্যা করে থাকলেও কেরোসিন কোথায় পেলেন? পুলিশের দাবি, ওই পুজো মণ্ডপের পাশেই দুর্গা পুজোর ভোগ রান্নার ব্যবস্থা ছিল, সেখান থেকে কেরোসিন ও দেশলাইয়ের বাক্স পেয়ে থাকতে পারেন ওই তরুণী৷