কলকাতা: বামনেতা তন্ময় ভট্টাচার্যের গ্রেফতারির দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ। রাজ্য পুলিশকে ট্যাগ করে তাঁর কথায়, ” অনেক আগেই আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। নির্যাতিতা সাংবাদিক বয়ান দিয়েছেন। তারপরেও কেন এখনও গ্রেফতার নয়?”
প্রসঙ্গত, এক মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগে ইতিমধ্যেই বামনেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে সিপিআইএম। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, তন্ময় ভট্টাচার্যকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। সেলিমের কথায়, ” এই আচরণ অত্যন্ত গর্হিত, সিপিআইএম এই আচরণ কোনওভাবেই সমর্থন করে না। আমরা কোনও ক্ষমার চোখে এহেন আচরণ দেখি না। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। দল পদক্ষেপ করেছে।”
আরও পড়ুন: ফের ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত…! সাইক্লোন দুর্বল হতেই আবহাওয়ার বিরাট বদল, ‘নতুন’ আপডেট দিল IMD
এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে তৃণমূল নেতা কুণাল ঘোষের তীব্র নিশানা সিপিআইএমকে। তাঁর মন্তব্য, “তরুণী সাংবাদিকের শ্লীলতাহানিতে অভিযুক্ত সিপিএমের মহান কমরেড, সদ্য বরানগরে প্রার্থী হওয়া তন্ময় ভট্টাচার্য। ক’দিন ধরে নাটক করা, জ্ঞান দেওয়া, বাণী ছড়ানো, রাত জাগা সিপিএমের চারাপোনাদের পোস্ট কই? হবে নাকি গ্রেফতার চেয়ে মানববন্ধন? বানতলা, ধানতলা, কোচবিহার, সিঙ্গুর, নন্দীগ্রাম থেকে সুশান্তর খাট হয় এখন তন্ময়; সিপিএম আছে সিপিএমেই।”
এদিকে এই পদক্ষেপের পরেই এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর প্রতিক্রিয়ায় কুণাল বলেন, “আমরা রাজনীতি করতে চাই না। না হলে সটান থানায় যেতে পারতাম। পুলিশ কেন এখনও সিপিএমের কমরেডটিকে গ্রেফতার করেনি? জামিনের পর না হয় মীনাক্ষীর ফুলমালা নিয়ে সম্বর্ধনা দিতে যাবে। কিন্তু আগে গ্রেফতার করে তরুণীকে ন্যায়বিচার দিন।”