কুণাল ঘোষ৷

Kunal Ghosh: টলিপাড়ায় জট বহাল! ‘নিজেরাই মিটিয়ে নিতে পারতেন…’ মুখ খুললেন কুণাল ঘোষ

কলকাতা: টলিপাড়ায় পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে জট এখনও কাটল না৷ শনিবার থেকেই তাঁর নতুন ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। সেইমতো পরিচালক এবং অভিনেতারা সময়ে পৌঁছেও গিয়েছিলেন৷ কিন্তু টেকনিশিয়ানরা কেউ-ই ফ্লোরে আসেনননি। এবার এ বিষয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।

তিনি বলেন, সবাই চেষ্টা করছেন জটটা খোলার। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি খানিকটা উপেক্ষার দিকে ছিল। মমতা বন্দ্যোপাধ্য়ায় ক্ষমতায় আসার পর কর্মীদের, টেকনিশিয়ানরা  সবাই সসম্মানে কাজ করছেন। যাঁরা টেকনিশিয়ান আছেন তাঁদের স্বার্থ সুরক্ষিত রাখা অবশ্যই জরুরি। তার মধ্যে কিছু ফাঁক তৈরি হয়েছে। সেটা আশা করি মিটে যাবে।কাজ বন্ধ হয়ে যাবে এটা কেউ চাইছে না। সবাই যদি একসঙ্গে বসেন তাহলে মনে হয় জটটা তাড়াতাড়ি খুলে যাবে। দু তরফেই কিছু টেকনিক্যাল ভুল ছিল।  ব্যাপারটা বৃহত্তর জায়গায় না নিয়ে গিয়ে নিজেরাই মিটিয়ে নিতে পারতেন।এটার সঙ্গে দলের ভাবমূর্তির ক্ষতি হবে এমনটা নয়। তবে এটাকে তৃণমূলের সঙ্গে মেশাবেন না।

আরও পড়ুন: সাপের বিষের প্রতিরোধক তৈরি হোক রাজ্যেই, দাবি বিধায়ক নওশদ সিদ্দিকির

আজ সোমবার, সকাল থেকেই বন্ধ টালিগঞ্জের স্টুডিওগুলি। প্রত্যেকটি শুটিং ফ্লোর-ই ফাঁকা। কোন ইউনিটই আজকে কল টাইম দেয়নি। টেকনিশিয়ান, NT 1, ভারতলক্ষ্মী, দাসানি 1-সহ প্রায় প্রতিটি স্টুডিওর গেটই আজকে বন্ধ রয়েছে।

টেকনিশিয়ান স্টুডিওগুলিতে প্রতিদিন সকাল থেকেই মেগা ধারাবাহিকের শুটিং শুরু হয়ে যায়। গতকাল রাত দুটো অব্দি ডবল শিফটে কাজ করা হয়েছে। আজ থেকে পরিচালকরা কর্মবিরতিতে যাওয়ায় বাংলা ছবি, ধারাবাহিক ও সিরিজের কোন ইউনিট-ই আজকে কোনও শুটিং রাখেনি।