Rajasthan News: ‘কুত্তা পাগল হো গয়া হ্যায়’, জয়পুর পুরসভার ওয়েবসাইটের হাস্যকর হিংলিশ ভাইরাল

রাজস্থান: রাজস্থান মানে মরুভূমির দেশ। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। কিন্তু পথ কুকুরদের দৌরাত্ম্যে পথ চলা দায়। উত্তর ভারতে যেমন বাঁদরের উৎপাত, রাজস্থানে তেমনই কুকুরের। বিশেষ করে জয়পুরে। কিন্তু পথ কুকুরদের নিয়ে অভিযোগ দায়ের করাটাও সহজ নয় মোটেই।

অবশেষে এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখল জয়পুর মিউনিসিপ্যাল কর্পোরেশন। অভিযোগকারীদের জন্য ‘নির্দিষ্ট’ বিকল্প নিয়ে এল তারা। কিন্তু বিকল্পগুলো পড়ে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। এমন ‘হিংলিশ’ তারা আগে কখনও দেখেনি।

আরও পড়ুন: জেলা-জেলা থেকে আসছে মৃত্যুর খবর, উত্তরপ্রদেশে মৃত্যুমিছিল, একদিনে মৃত ৩৮! ঘটল ভয়ঙ্কর ঘটনা

জয়পুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়েবসাইটে লেখা হয়েছে, ‘একটু সচেতন হন। আপনি যদি জয়পুর নগর নিগমে অভিযোগ দায়ের করতে চান, তাহলে এই বিকল্পগুলোর মধ্যে থেকে বেছে নিন’৷ এরপর অভিযোগের বিকল্প দেওয়া হয়েছে শহরবাসীকে। ওয়েবসাইট সম্পূর্ণ ইংরেজিতে। কিন্তু বিকল্প দেওয়া হয়েছে ইংরেজি হরফে হিন্দি ভাষায়।

কী কী বিকল্প দেওয়া হয়েছে? ‘কুত্তা বহোত হো গ্যায়ে হ্যায়’। যার বাংলা করলে দাঁড়ায়, কুকুর অনেক বেড়ে গিয়েছে। ‘কুত্তা পাগল হো গয়া হ্যায়, পাকড়ওয়ানা হ্যায়’। অর্থাৎ, কুকুর পাগল হয়ে গিয়েছে, ধরতে হবে। ‘নালি কি সাফাই করানি হ্যায়’। মানে নর্দমা পরিষ্কার করা দরকার। ‘বিল্লি মর গ্যায়ি হ্যায়’। অর্থাৎ, বিড়াল মরেছে।

এখানেই শেষ নয়। সাব ক্যাটেগরি বিভাগে বেশ কিছু প্রিসেট দেওয়া হয়েছে। সেগুলোও হল – ‘খালি প্লট পর কাচড়া পড়া হুয়া হ্যায়’। মানে ফাঁকা জমিতে আবর্জনা পড়ে রয়েছে। ‘রোড পর গন্ধা পানি বেহ রহে হ্যায়’। অর্থাৎ, রাস্তার উপর দিয়ে নোংরা জল যাচ্ছে। ‘বান্দর মর গয়ি হ্যায়’। বাঁদর মরেছে।

আরও পড়ুন: ‘তৃণমূলের হয়ে ভোট করাল পুলিশ…!’ ভোট মিটতেই বিস্ফোরক বিজেপি নেতা শমীক ভট্টাচার্য

পুরসভার ওয়েবসাইটের এমন হিন্দি-ইংরেজি মেশানো হিংলিশ ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমন বিকল্প দেখে হাসি চাপতে পারছেন না নেটিজেনরা। অনেকে অবশ্য বিষয়টাকে ইতিবাচক হিসেবেই দেখছেন। তবে, হাস্যকর প্রতিক্রিয়াই বেশি। নেটিজেনদের একাংশ বলছে, এই ধরনের বিকল্প দিয়ে ভালই করেছে। এলাকাবাসীর বুঝতে কোনও অসুবিধা হবে না। কেন একটা বিদেশি ভাষা ব্যবহার করা হবে।

এখন যদি কেউ অভিযোগ দায়ের করতে চায়, তাহলে ক্যাটেগরিতে ক্লিক করে সাব ক্যাটেগরি বিভাগে ঢুকে প্রিসেট করা নির্দিষ্ট অভিযোগের মধ্যে থেকে বেছে নিতে হবে। জয়পুরে পাগলা কুকুর নিয়ে অভিযোগ জমা পড়ে সবচেয়ে বেশি।