খুশি মহিলারা 

Malda News: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়েছে অনেকটা, সেই আনন্দে কী করলেন মহিলারা, দেখুন ছবি

মালদহ: লক্ষ্মীভাড় নিয়ে উচ্ছাস মহিলাদের। মহিলাদের আনন্দে সামিল রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মহিলাদের আনন্দের কারণ কি জানেন! লক্ষী ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধি।
মালদহ: লক্ষীভাড় নিয়ে উচ্ছাস মহিলাদের। মহিলাদের আনন্দে সামিল রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মহিলাদের আনন্দের কারণ কি জানেন! লক্ষী ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধির।
সাধারণ মহিলাদের লক্ষ্মী ভান্ডারের টাকা ৫০০ টাকা থেকে বেড়ে ১০০০ টাকা হয়েছে। তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের ১০০০ টাকা থেকে বেড়ে ১২০০ টাকা হয়েছে।
সাধারণ মহিলাদের লক্ষী ভান্ডারের টাকা ৫০০ টাকা থেকে বেড়ে ১০০০ টাকা হয়েছে। তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের ১০০০ টাকা থেকে বেড়ে ১২০০ টাকা হয়েছে।
খুশি রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলারা। প্রকল্পের টাকা বৃদ্ধি পাওয়ায় মহিলারা আনন্দে সামিল হলেন। মালদহের মোথাবাড়ি থানার রাজনগর এলাকায় আবির খেলে মিষ্টি খেয়ে আনন্দ উপভোগ করলেন সকলে।
খুশি রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলারা। প্রকল্পের টাকা বৃদ্ধি পাওয়ায় মহিলারা আনন্দে সামিল হলেন। মালদহের মোথাবাড়ি থানার রাজনগর এলাকায় আবির খেলে মিষ্টি খেয়ে আনন্দ উপভোগ করলেন সকলে।
রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন মহিলাদের মধ্যে।‌ এদিন মন্ত্রী সাবিনা ইয়াসমিনকেও আবির মাখান মহিলারা। মিষ্টি মুখ করান।
রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন মহিলাদের মধ্যে। এদিন মন্ত্রী সাবিনা ইয়াসমিনকেও আবির মাখান মহিলারা। মিষ্টি মুখ করান।
লক্ষীভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি পেয়েছে। তাই মোথাবাড়ি এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহিলারা এখানে নিজেদের ইচ্ছেই লক্ষীভাড় নিয়ে হাজির হয়। আবির খেলা থেকে একে অপরকে মিষ্টিমুখ করান।
লক্ষীভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি পেয়েছে। তাই মোথাবাড়ি এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহিলারা এখানে নিজেদের ইচ্ছেই লক্ষীভাড় নিয়ে হাজির হয়। আবির খেলা থেকে একে অপরকে মিষ্টিমুখ করান।