পুরীর কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষী ডক্টর গণেশ মিশ্র জানালেন কোজাগরি লক্ষ্মী পুজোর দিন ঠিক কী কী করা উচিত। লক্ষ্মী পুজোর বিধির বিষয়ে বিশদে জানালেন তিনি

Kojagari Lakshmi Puja 2024: তুলসিই রক্ষাকর্তা! কোজাগরী লক্ষ্মীপুজোয় এই ৫ কাজের একটিও ভুলবেন না, দুঃখ-অশান্তি ছুঁতে পারবে না

*কোজাগরী লক্ষ্মীপুজোয় এই ৫ কাজ করুন, দুঃখ-অশান্তি ছুঁতে পারবে না। লক্ষ্মী পুজোয় কী করলে পাবেন দেবীর বিশেষ আশীর্বাদ? রয়েছে ছোট্ট কয়েকটি উপায়। যা মেনে চললে সারাবছর আপনার ঘরে বাস করবেন মা লক্ষ্মী। আপনার ঘর ভরে উঠবে সুখ সমৃদ্ধিতে। কীভাবে, তার উপায় জানিয়েছেন বিশিষ্ট পুরোহিত ধীমান বন্দ্যোপাধ্যায়। প্রতীকী ছবি।
*কোজাগরী লক্ষ্মীপুজোয় এই ৫ কাজ করুন, দুঃখ-অশান্তি ছুঁতে পারবে না। লক্ষ্মী পুজোয় কী করলে পাবেন দেবীর বিশেষ আশীর্বাদ? রয়েছে ছোট্ট কয়েকটি উপায়। যা মেনে চললে সারাবছর আপনার ঘরে বাস করবেন মা লক্ষ্মী। আপনার ঘর ভরে উঠবে সুখ সমৃদ্ধিতে। কীভাবে, তার উপায় জানিয়েছেন বিশিষ্ট পুরোহিত ধীমান বন্দ্যোপাধ্যায়। প্রতীকী ছবি।
*জানেন কি লক্ষ্মী শব্দের অর্থ কি? কেন শারদ পূর্ণিমায় কোজাগরী লক্ষ্মীপুজো হয়? ধীমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, লক্ষ্মী শব্দের অর্থ হল 'যাঁর লক্ষ্য করে সবাই চলেন'। দেবী লক্ষ্মীর আরাধনায় বৈষয়িক সুখ মেলে। দেবীর কৃপায় পাওয়া যায় সুস্বাস্থ্য, ধন-সম্পত্তি, খ্যাতি ইত্যাদি। সংগৃহীত ছবি।
*জানেন কি লক্ষ্মী শব্দের অর্থ কি? কেন শারদ পূর্ণিমায় কোজাগরী লক্ষ্মীপুজো হয়? ধীমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, লক্ষ্মী শব্দের অর্থ হল ‘যাঁর লক্ষ্য করে সবাই চলেন’। দেবী লক্ষ্মীর আরাধনায় বৈষয়িক সুখ মেলে। দেবীর কৃপায় পাওয়া যায় সুস্বাস্থ্য, ধন-সম্পত্তি, খ্যাতি ইত্যাদি। সংগৃহীত ছবি।
*রাত জেগে এই পুজো করার নিয়ম। কারণ শাস্ত্রমতে বিশ্বাস করা হয়, এ দিন দেবী লক্ষ্মী ধরাধামে নেমে আসেন। রাতে যে ঘরের দরজা খোলা পান, সেখানে গিয়ে নিজের আশীর্বাদ বর্ষণ করেন। সংগৃহীত ছবি।
*রাত জেগে এই পুজো করার নিয়ম। কারণ শাস্ত্রমতে বিশ্বাস করা হয়, এ দিন দেবী লক্ষ্মী ধরাধামে নেমে আসেন। রাতে যে ঘরের দরজা খোলা পান, সেখানে গিয়ে নিজের আশীর্বাদ বর্ষণ করেন। সংগৃহীত ছবি।
*এই পুজোয় কী কী নিয়ম মানলে পদ্মাসনা দেবীর বিশেষ কৃপা মেলে? এমনই পাঁচটি জানিয়েছেন ধীমান বন্দ্যোপাধ্যায়। দেবী লক্ষ্মীর পুজো করলে অবশ্যই নারায়ণের পুজো করতে হয়। নারায়ণের পুজো না করলে দেবীর কৃপা বর্ষিত হয় না। নারায়ণের পুজো করলে দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ হয়। তাই লক্ষ্মী পুজোর সঙ্গে সমান ভক্তিতে এ দিন অবশ্যই নারায়ণের পুজো করুন। সংগৃহীত ছবি।
*এই পুজোয় কী কী নিয়ম মানলে পদ্মাসনা দেবীর বিশেষ কৃপা মেলে? এমনই পাঁচটি জানিয়েছেন ধীমান বন্দ্যোপাধ্যায়। দেবী লক্ষ্মীর পুজো করলে অবশ্যই নারায়ণের পুজো করতে হয়। নারায়ণের পুজো না করলে দেবীর কৃপা বর্ষিত হয় না। নারায়ণের পুজো করলে দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ হয়। তাই লক্ষ্মী পুজোর সঙ্গে সমান ভক্তিতে এ দিন অবশ্যই নারায়ণের পুজো করুন। সংগৃহীত ছবি।
*লক্ষ্মীপুজোর দিন যদি পাঁচজন কুমারী মেয়েকে তাঁদের পছন্দমত কিছু উপহার দেওয়া যায়, তাহলে দেবী লক্ষ্মী তুষ্ট হন। চেষ্টা করুন ৫ জন কুমারীকে পছন্দমত উপহার তুলে দিতে। সংগৃহীত ছবি।
*লক্ষ্মীপুজোর দিন যদি পাঁচজন কুমারী মেয়েকে তাঁদের পছন্দমত কিছু উপহার দেওয়া যায়, তাহলে দেবী লক্ষ্মী তুষ্ট হন। চেষ্টা করুন ৫ জন কুমারীকে পছন্দমত উপহার তুলে দিতে। সংগৃহীত ছবি।
*পরিবারের সদস্য-সহ কোনও মহিলার সঙ্গে ভুল করেও দুর্ব্যবহার করবেন না। কোনও মহিলার উদ্দেশ্যে কটু বাক্য প্রয়োগ করবেন না। বাড়ির মহিলাদের লক্ষ্মী বলা হয়। তাই এদিন কোনও মহিলাকে অপমান করলে, অখুশি হন দেবী লক্ষ্মী। সংগৃহীত ছবি।
*পরিবারের সদস্য-সহ কোনও মহিলার সঙ্গে ভুল করেও দুর্ব্যবহার করবেন না। কোনও মহিলার উদ্দেশ্যে কটু বাক্য প্রয়োগ করবেন না। বাড়ির মহিলাদের লক্ষ্মী বলা হয়। তাই এদিন কোনও মহিলাকে অপমান করলে, অখুশি হন দেবী লক্ষ্মী। সংগৃহীত ছবি।
*লক্ষী পুজোর দিনে দেবীর কৃপাদৃষ্টি পেতে অবশ্যই লক্ষী পাঁচালি পাঠ করতে হবে। পারলে ১০৮ বার গায়ত্রী মন্ত্র জপ করুন। তাহলে দেবী লক্ষীর বিশেষ কৃপাদৃষ্টি পাবেন। সংগৃহীত ছবি।
*লক্ষী পুজোর দিনে দেবীর কৃপাদৃষ্টি পেতে অবশ্যই লক্ষী পাঁচালি পাঠ করতে হবে। পারলে ১০৮ বার গায়ত্রী মন্ত্র জপ করুন। তাহলে দেবী লক্ষীর বিশেষ কৃপাদৃষ্টি পাবেন। সংগৃহীত ছবি।
*পূর্ণিমার রাতে অবশ্যই ঘরের প্রধান দরজা খুলে রেখে দেবীকে আহ্বান জানান। শাস্ত্রমতে, এ দিন দেবী ঘরের দরজা খোলা পেলে দেবী লক্ষ্মী বাড়ির অন্দরে প্রবেশ করেন। তাই সারা বছর সুখ-শান্তিতে থাকতে, এই একটা দিন ঘরের দরজা খোলা রেখে জেগে থাকুন। সংগৃহীত ছবি।
*পূর্ণিমার রাতে অবশ্যই ঘরের প্রধান দরজা খুলে রেখে দেবীকে আহ্বান জানান। শাস্ত্রমতে, এ দিন দেবী ঘরের দরজা খোলা পেলে দেবী লক্ষ্মী বাড়ির অন্দরে প্রবেশ করেন। তাই সারা বছর সুখ-শান্তিতে থাকতে, এই একটা দিন ঘরের দরজা খোলা রেখে জেগে থাকুন। সংগৃহীত ছবি।
*ধর্মীয় বিশ্বাস, তুলসী গাছে দেবী লক্ষ্মীর বসবাস। এই লক্ষ্মী পুজোর দিনে কোনওভাবেই তুলসি গাছের অবহেলা করবেন না। সাধ্যমত তুলসী গাছের পুজো করুন। তুলসি মন্দিরের সামনে প্রদীপ জ্বালান। তুলসীর গাছের তলায় জল দিন। পারলে ক্ষীরের তৈরি পায়েস রেখে দিন চাঁদের আলোয়। পরদিন সেই পায়েস বাড়ির সকলে প্রসাদ হিসেবে গ্রহণ করুন। তাহলে দেবীর বিশেষ কৃপাদৃষ্টি সারা বছর থাকবে আপনার ঘরে। সংগৃহীত ছবি।
*ধর্মীয় বিশ্বাস, তুলসী গাছে দেবী লক্ষ্মীর বসবাস। এই লক্ষ্মী পুজোর দিনে কোনওভাবেই তুলসি গাছের অবহেলা করবেন না। সাধ্যমত তুলসী গাছের পুজো করুন। তুলসি মন্দিরের সামনে প্রদীপ জ্বালান। তুলসীর গাছের তলায় জল দিন। পারলে ক্ষীরের তৈরি পায়েস রেখে দিন চাঁদের আলোয়। পরদিন সেই পায়েস বাড়ির সকলে প্রসাদ হিসেবে গ্রহণ করুন। তাহলে দেবীর বিশেষ কৃপাদৃষ্টি সারা বছর থাকবে আপনার ঘরে। সংগৃহীত ছবি।