চৌ তিয়েন চেন এবং লক্ষ্য সেন।

Paris Olympics 2024: ক্যানসারকে হারিয়েছেন তাইওয়ানের শাটলার, শেষ আটে থেমেছেন লক্ষ্য সেনের কাছে

অলিম্পিক্সের ব্যাডমিন্টনে শেষ আটের প্রথম সেটে হারিয়ে দিয়েছিলেন লক্ষ্য সেনকে। ভারতীয় সমর্থকদের কপালে তখন চিন্তার ভাঁজ, লক্ষ্য স্বপ্ন ভেঙে পড়ার আশঙ্কায়।
অলিম্পিক্সের ব্যাডমিন্টনে শেষ আটের প্রথম সেটে হারিয়ে দিয়েছিলেন লক্ষ্য সেনকে। ভারতীয় সমর্থকদের কপালে তখন চিন্তার ভাঁজ, লক্ষ্য স্বপ্ন ভেঙে পড়ার আশঙ্কায়।
কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ ছিনিয়ে নেন লক্ষ্য। তিন সেটের ম্যাচে ১৯-২১, ২১-১৫, ২১-১২ গেমে ম্যাচ জেতেন লক্ষ্য়। লক্ষ্যের কাছে হার মানলেও চৌ তিয়েন চেন হারিয়েছেন ক্যানসারের মতো মারণ রোগকে।
কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ ছিনিয়ে নেন লক্ষ্য। তিন সেটের ম্যাচে ১৯-২১, ২১-১৫, ২১-১২ গেমে ম্যাচ জেতেন লক্ষ্য়। লক্ষ্যের কাছে হার মানলেও চৌ তিয়েন চেন হারিয়েছেন ক্যানসারের মতো মারণ রোগকে।
তাইওয়ানের চৌ তিয়েন চেন এক সময় বিশ্বের দ্বিতীয় সেরা ব্যাডমিন্টন তারকা ছিলেন। হঠাৎ তাঁর কোলন ক্যানসার ধরা পড়ে। একাধিক প্রতিযোগিতা থেকে বনাম তুলে নিতে বাধ্য হন চৌ।
তাইওয়ানের চৌ তিয়েন চেন এক সময় বিশ্বের দ্বিতীয় সেরা ব্যাডমিন্টন তারকা ছিলেন। হঠাৎ তাঁর কোলন ক্যানসার ধরা পড়ে। একাধিক প্রতিযোগিতা থেকে বনাম তুলে নিতে বাধ্য হন চৌ।
তবে প্রথম স্টেজে ক্যানসার ধরা পড়ায়, তিনি আশাবাদী ছিলেন আবার ব্যাডমিন্টন কোর্টে ফিরতে পারবেন। চলতি বছরে মাদ্রিদে এক প্রতিযোগিতা চলাকালীন এই নিয়ে মুখ খোলেন চৌ। তিনি বলেন, “যদি ধরা না পড়ত, তা হলে আজ এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। সেই সঙ্গে তিনি যোগ করেন, “হয়তো আমি খেলা ছেড়ে দিতে বাধ্য হতাম”।
তবে প্রথম স্টেজে ক্যানসার ধরা পড়ায়, তিনি আশাবাদী ছিলেন আবার ব্যাডমিন্টন কোর্টে ফিরতে পারবেন। চলতি বছরে মাদ্রিদে এক প্রতিযোগিতা চলাকালীন এই নিয়ে মুখ খোলেন চৌ। তিনি বলেন, “যদি ধরা না পড়ত, তা হলে আজ এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। সেই সঙ্গে তিনি যোগ করেন, “হয়তো আমি খেলা ছেড়ে দিতে বাধ্য হতাম”।
ক্যানসার ধরা পড়ার পরে, দীর্ঘ চিকিৎসা চলে তাঁর। শুধু তাই নয়, অপারেশন করে বাদ দিতে হয় কোলনের একাংশও। তবে এত ঝড়ঝাপ্টার পরেও তিনি আবার ব্যাডমিন্টন কোর্টে ফিরে আসেন।
ক্যানসার ধরা পড়ার পরে, দীর্ঘ চিকিৎসা চলে তাঁর। শুধু তাই নয়, অপারেশন করে বাদ দিতে হয় কোলনের একাংশও। তবে এত ঝড়ঝাপ্টার পরেও তিনি আবার ব্যাডমিন্টন কোর্টে ফিরে আসেন।
অলিম্পিক্সে একাধিক ম্যাচ জিতে পৌঁছে গিয়েছিলেন অলিম্পিক্সের শেষ আটেও। কিন্তু লক্ষ্যের কাছে শেষ পর্যন্ত হার মানতে হল চৌকে। ক্যানসার থেকে ফিরে চৌ তিয়েন চেন একবার বলেছিলেন, “যখনই অস্বস্তি হয়, আমি নিজেকে বলি, আমি ফিরবই”।
অলিম্পিক্সে একাধিক ম্যাচ জিতে পৌঁছে গিয়েছিলেন অলিম্পিক্সের শেষ আটেও। কিন্তু লক্ষ্যের কাছে শেষ পর্যন্ত হার মানতে হল চৌকে। ক্যানসার থেকে ফিরে চৌ তিয়েন চেন একবার বলেছিলেন, “যখনই অস্বস্তি হয়, আমি নিজেকে বলি, আমি ফিরবই”।