Anant Ambani-Radhika Merchant Wedding: অনন্ত-রাধিকার বিয়েতে সামিল হতে মুম্বইয়ে পা রাখলেন লালু প্রসাদ যাদব; সঙ্গে স্ত্রী রাবড়ি দেবী এবং পুত্র তেজস্বী যাদবও

মহারাষ্ট্র: অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মুম্বই সপরিবার পৌঁছেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা লালুপ্রসাদ যাদব। এমনকী, অনন্ত-রাধিকার বিয়েতে যোগ দিচ্ছেন লালুপ্রসাদের স্ত্রী রাবড়ি দেবী এবং পুত্র তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও।

শুক্রবার অর্থাৎ ১২ জুলাই জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বহু প্রতীক্ষিত এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হতে চলেছে। অনন্ত-রাধিকার বিয়েতে সামিল হওয়ার জন্য ইতিমধ্যেই পৌঁছেছেন মার্কিন রিয়েলিটি টিভি আইকন কিম এবং ক্লোয়ি কার্দাশিয়ান। বৃহস্পতিবার গভীর রাতে মুম্বইয়ের প্রাইভেট বিমানবন্দরে পৌঁছতে দেখা গিয়েছে তাঁদের। শুধু তা-ই নয়, তিন দিনব্যাপী এই উদযাপনের অংশ হতে মুম্বই শহরে পা রেখেছেন স্যামসাং সিইও হ্যান জং হি। এদিকে দেখা গিয়েছে বরিস জনসনকেও। গাড়িতে চেপে বেরিয়ে যাওয়ার সময় ছবি শিকারিদের উদ্দেশ্যে হাতও নেড়েছেন তিনি। তাঁর পরনে ছিল প্রিন্টেড শার্ট এবং ট্রাউজার্স।

প্রসঙ্গত, ২০২২ সালে পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবের উপস্থিতিতে রাজস্থানের রাজসমন্দের নাথদ্বারা শহরতলির শ্রীনাথজি মন্দিরে ঐতিহ্যবাহী রোকা অনুষ্ঠানের মাধ্যমে বাগদান পর্ব সম্পন্ন হয়েছিল অনন্ত এবং রাধিকার। আবার অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের জন্য চলতি বছর ১ থেকে ৩ মার্চ পর্যন্ত তিন দিনব্যাপী প্রাক-বিবাহ উৎসবের আয়োজন করা হয়েছিল।

আরও পড়ুন: সাদা শাড়িতে একেবারে অনন্য রূপে রাধিকা! দেখুন প্রাক বিবাহ অনুষ্ঠানের অদেখা সব ছবি

সেখানে উপস্থিত ছিল গোটা আম্বানি পরিবার — রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও এমডি মুকেশ আম্বানি, তাঁর স্ত্রী তথা রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানি, অনন্তের দাদা তথা রিলায়েন্স জিও ইনফোকমের চেয়ারম্যান আকাশ আম্বানি ও তাঁর স্ত্রী শ্লোকা মেহতা, তাঁদের সন্তান বেদা ও পৃথ্বী এবং অনন্তের দিদি তথা রিলায়েন্স রিটেলের প্রধান ইশা আম্বানি ও তাঁর স্বামী আনন্দ পিরামল, তাঁদের সন্তান আদিয়া শক্তি এবং কৃষ্ণ।

জামনগরের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বলিউডের প্রথম সারির তারকারা। অমিতাভ বচ্চন ও তাঁর পুত্র অভিষেক বচ্চন, রজনীকান্ত, চার খান — শাহরুখ, সলমন, আমির ও সইফ তো ছিলেনই। এর পাশাপাশি যোগ দিয়েছিলেন অনিল কাপুর, জিতেন্দ্র, অক্ষয় কুমার, অজয় দেবগন, রানি মুখোপাধ্যায়, শাহিদ কাপুর, মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত, আলিয়া ভাট, রণবীর কাপুর, তাঁদের সন্তান রাহা, নীতু কাপুর, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবাণী, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, বিধু বিনোদ চোপড়া, করিনা কপূর খান ও তাঁর দুই পুত্র, অর্জুন কপূর, রাম চরণ, রীতেশ ও জেনেলিয়া দেশমুখ, করিশ্মা কপূর।

আরও পড়ুন: জরুরি অবস্থার ‘ক্ষত’ উস্কে দিল কেন্দ্র, এবার দেশজুড়ে ‘সংবিধান হত্যা দিবস’ পালনের ঘোষণা অমিত শাহের

জামনগরে উপস্থিত হয়েছিলেন মেটা সিইও মার্ক জুকারবার্গ, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার চেয়ারপার্সন আনন্দ মাহিন্দ্রা, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার আদর পুনাওয়ালা ও তাঁর স্ত্রী নাতাশা, আদানি গ্রুপের গৌতম আদানি, ডিএলএফ চেয়ারম্যান কেপি সিং, টাটা সন্স চেয়ারম্যান এন চন্দ্রশেখরন, আর্সেলরমিত্তলের একজিকিউটিভ চেয়ারম্যান লক্ষ্মী মিত্তলের মতো ব্যবসা দুনিয়ার নামীদামি ব্যক্তিত্বরা।

এছাড়া, ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ইশা ফাউন্ডেশনের সদগুরু, ভুটানের রাজা, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প। আম্বানিদের এই অনুষ্ঠানের হাত ধরেই ভারতে ডেবিউ হল আন্তর্জাতিক পপ-তারকা রিহানা। মার্কিন সঙ্গীতশিল্পী অ্যাকন, ডিজে চেতাস, অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল ও মোহিত চৌহান অনুষ্ঠানের তৃতীয় দিনে জামনগরে পা রেখেছিলেন। ড্রোন শোয়ের পাশাপাশি আমেরিকার ম্যাজিশিয়ান ডেভিড ব্লেইন অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করেছেন।