Tag Archives: Lalu Prasad Yadav

Bankura News: অবাক কাণ্ড বাঁকুড়ায়! তর্ক করছেন ‘মোদি’-‘লালু’! তাজ্জব ব্যাপার!

বাঁকুড়া: কেউ প্রধানমন্ত্রীর ভূমিকায়, আবার কেউ লালু প্রসাদ যাদব। অদ্ভুত এক ঘটনা ঘটল বাঁকুড়ায়। কাণ্ড দেখে উচ্ছ্বসিত বাঁকুড়ার মানুষ। মক পার্লামেন্ট। অর্থাৎ পার্লামেন্টকে অনুকরণ করে একটি সাজানো বিতর্ক সভা অনুষ্ঠিত হল এদিন। সংসদের সরকার পক্ষ থেকে বিরোধী পক্ষ, অনুকরণ করে চলে এই সভা।

নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে বাঁকুড়া রবীন্দ্রভবনে হল ডিস্ট্রিক্ট লেভেল নেবারহুড ইউথ পার্লামেন্ট। অনুষ্ঠানে উপস্থিত বাঁকুড়ার ২২টি ব্লকের ১৭০০ যুবক যুবতীদের জন্য আলোচনার বিষয় থাকে “মাই ভারত পোর্টাল”, নারী কল্যাণ এবং যুবদের কর্মদক্ষ করে তোলার জন্য কর্মশালা। সর্বশেষে থাকে বাঁকুড়া শুশুনিয়া ঐকতানের উদ্যোগে মক পার্লামেন্ট। যার মাধ্যমে প্রায় ১৫ জন সদস্য অভিনয় করে দেখান সংসদে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষের তর্ক বিতর্কের অংশবিশেষ। এর আগে অনুষ্ঠানের শুরুতে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ ডক্টর সুভাষ সরকার সহ জেলার বেশ কিছু কলেজের অধ্যাপকেরা এবং জেলা শিল্প কেন্দ্রের মহাপ্রবন্ধক চন্দন সেন।

আরও পড়ুন: চমক ছিল বক্তৃতার পর, মঞ্চের পিছনে মোদির কাছে ওঁরা পাঁচ! কারা? কী এমন ঘটল?

বর্তমানে যুব সমাজকে লক্ষ থেকে বিভ্রান্ত করার বহু উপায় রয়েছে। বুদ্ধিমান মুঠোফোন, সামাজিক মাধ্যম এবং আরও কত কি। সেই কারণেই তাদের মনোযোগ ধরে রাখতে প্রথম শ্রেণীর রাজনৈতিক ব্যক্তিত্বদের চরিত্রে অভিনয় করে উপস্থাপনা করা হয়েছে এই মক পার্লামেন্টের, এমনটাই জানিয়েছেন শুশুনিয়া ঐকতানের সহ সম্পাদক কৌশিক মণ্ডল।

আরও পড়ুন: ৮০০ ভরি! জেলে থাকতেই ফের বিপদে অনুব্রত মণ্ডল? তোলপাড় বোলপুর! কী এমন ঘটল?

মক পার্লামেন্টের শেষে একটি পার্লামেন্ট অর্থাৎ সংসদ সম্পর্কিত কুইজ প্রতিযোগিতা করে শেষ হয় পার্লামেন্ট। নতুন ধরনের একটি উপস্থাপনা দেখল বাঁকুড়া শহর।

—– নীলাঞ্জন ব্যানার্জী

Lalu Prasad Yadav ED Summon: কী হচ্ছে বিহারে.. এবার বিপাকে লালু প্রসাদ যাদব! হঠাৎ তলব ED-র, দিল্লি থেকে এল দল

বিহার: সময়টা ভাল যাচ্ছে না লালুপ্রসাদ যাদবের৷ গতকাল তাঁদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে বিজেপির এনডিএ-র কাছে ৷ বিহারে তৈরি করেছে নতুন সরকার৷ আর তারপরের দিনই জমির বদলে চাকরি মামলায় ইডি-র দফতরে হাজিরা দিতে হল তাঁকে৷ সোমবার বেলা ১১টা নাগাদই পটনায় ইডির দফতরে হাজিরা দেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব৷ তাঁর সঙ্গে ছিলে মেয়ে মিসা ভারতী এবং জামাই৷

এদিন লালুপ্রসাদকে ইডি-র সমন পাঠানো প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ফের একবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন লালু কন্যা মিসা৷ তিনি বলেন, ‘‘এটা কোনও নতুন বিষয় নয়৷ যাঁরা যাঁরাই ওঁদের সঙ্গে থাকছে না, তাঁদেরই এই গ্রিটিং কার্ড পাঠাচ্ছে ওরা৷ আমাদের পরিবারের কোনও সদস্যকে যখনই কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে তলব করা হয়, আমরা যাই, তাঁদের প্রশ্নের উত্তর দিই৷ তদন্তে সহায়তা করি৷’’

আরও পড়ুন: সাত দিনের মধ্যেই লাগু হবে CAA! কাকদ্বীপের সভায় বড় দাবি বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর..যা বললেন

জমির বদলে চাকরি মামলায় লালুপ্রসাদকে জিজ্ঞাসাবাদ করার জন্য গত রবিবারই দিল্লি থেকে পটনা পৌঁছেছে ইডি আধিকারিকদের একটি দল৷ পটনায় থাকা ইডি-র আধাকারিকেরা, পটনা ইডি ডিরেক্টর এবং দিল্লি থেকে আসা ইডির প্রতিনিধিরা এক যোগে এদিন লালুপ্রসাদকে জিজ্ঞাসাবাদ করবেন বলে সূত্রের খবর৷

আরও পড়ুন: ডায়মন্ড হারবারে কি এবার অভিষেকের বিপরীতে নওশাদ? জোর জল্পনা..নিজের কেন্দ্রে আজ বিশেষ কর্মসূচি তৃণমূল নেতার

গত ১৯ জানুয়ারি লালুপ্রসাদ এবং তাঁর ছেলে তেজস্বী যাদবকে সমন পাঠায় ইডি৷ আজ লালুর হাজিরা৷ আগামিকাল অর্থাৎ, ৩০ জানুয়ারি তেজস্বীর৷

হাসপাতালে বন্দি বাবা, চিন্তায় কেঁদে ভাসালেন লালু পুত্র তেজপ্রতাপ

#পাটনা: করোনায় গৃহবন্দি গোটা দেশ৷ সবাই সবার বাবা- মা এবং পরিবারকে নিয়ে বাড়িতে রয়েছেন৷ অথচ তাঁর বাবা জেলে৷ বাবাকে নিয়ে আশঙ্কায় কেঁদেই ফেললেন লালু পুত্র তেজপ্রতাপ যাদব৷ টুইটারে তিনি লিখলেন, ‘বাড়ি ফিরে এসো বাবা, Miss u papa’৷

পশু খাদ্য কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ আপাতত রাঁচির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ করোনা নিয়ে যে ত্রাসের সঞ্চার হয়েছে, তাতে হাসপাতালে বন্দি বাবার স্বাস্থ্য নিয়ে রীতিমতো আশঙ্কায় ভুগছেন লালু পুত্র তেজপ্রতাপ৷ হাসপাতালে তাঁর বাবারও সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে, এটা ভেবেই রীতিমতো ঘাবড়ে গিয়েছেন তেজপ্রতাপ৷ টুইটারেই তিনি জানিয়েছেন, এই কঠিন সময়ে বাবার কথা খুবই মনে পড়ছে তাঁর৷ তেজপ্রতাপের মতে, এই কঠিন সময়ে তাঁদের পরিবারের মতোই গোটা বিহারের  লালুপ্রসাদকে প্রয়োজন৷

টুইটারে এক ভিডিও বার্তায় তেজস্বী বলেছেন, সব পরিবারে সন্তানদের নিয়ে বাবা- মায়েরা এক জায়গায় রয়েছেন, কিন্তু পরিবারের থেকে অনেক দূরে রয়েছেন লালুপ্রসাদ৷ তেজপ্রতাপকে বলতে শোনা গিয়েছে, ‘তুমি কী খাচ্ছ, কেমন আছো, সেসব ভেবেই খুব চিন্তা হচ্ছে৷’

এমনিতে খুবই একরোখা স্বভাবের বলে পরিচিত তেজপ্রতাপ৷ বাড়িতেও নাকি তিনি কারওরই কথা শোনেন না৷ নিজের মর্জিমাফিক চলেন৷ একমাত্র নিজের বাবা লালুপ্রসাদের কথা কখনও অমান্য করেন না তেজপ্রতাপ৷ লালু একবার নিজেও বলেছিলেন, ‘আমাদের আদরের তেজু একটু জেদি ঠিকই, কিন্তু ওর মন খুব ভাল৷’

করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর মনে করা হয়েছিল লালুপ্রসাদকে হয়তো প্যারোলে হাসপাতাল থেকে ছাড়া হবে৷ কিন্তু সোমবার ঝাড়খণ্ড সরকারের ক্যাবিনেট বৈঠকে এ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি৷ ফলে, লালু আদৌও হাসপাতাল থেকে ছাড়া পাবনে কিনা, তা নিয়ে ধোঁয়াশা বজায় রয়েছে৷