পাথর আছড়ে পড়েছে গাড়িতে

Landslide: তোলপাড় করা আবহাওয়া চলছেই, কালিম্পং-র কাছে জাতীয় সড়কে ধস, ফের সিকিমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

বোল্ডারের তলায় চাপা পড়ল গাড়ি। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ১০ নম্বর জাতীয় সড়কের মেল্লিতে। যার জেরে বেশ কিছুক্ষণ এই পথে যান চলাচল বন্ধ ছিল। তবে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।
বোল্ডারের তলায় চাপা পড়ল গাড়ি। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ১০ নম্বর জাতীয় সড়কের মেল্লিতে। যার জেরে বেশ কিছুক্ষণ এই পথে যান চলাচল বন্ধ ছিল। তবে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, দুদিন আগে কিছু বিধিনিষেধ আরোপ করে জাতীয় সড়ক খুলে দেয় কালিম্পং জেলা প্রশাসন। জানা গিয়েছে, এরপর এদিন সকাল থেকেই মেল্লি সহ বেশ কয়েকটি এলাকায় ধস নামে।
প্রসঙ্গত, দুদিন আগে কিছু বিধিনিষেধ আরোপ করে জাতীয় সড়ক খুলে দেয় কালিম্পং জেলা প্রশাসন। জানা গিয়েছে, এরপর এদিন সকাল থেকেই মেল্লি সহ বেশ কয়েকটি এলাকায় ধস নামে।
এদিন বড় একটি বোল্ডার আছড়ে পড়ে গাড়িতে। গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যদিও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
এদিন বড় একটি বোল্ডার আছড়ে পড়ে গাড়িতে। গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যদিও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নামায় বন্ধ হয়ে গিয়েছে সিকিম যাওয়ার রাস্তা। আটকে পড়েছে বহু গাড়ি। ভারী বৃষ্টির জেরে রাতে ও সকালে নতুন করে ধস নামে কালিম্পং এ। যার জেরি ২৯ মাইল এলাকার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়।
১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নামায় বন্ধ হয়ে গিয়েছে সিকিম যাওয়ার রাস্তা। আটকে পড়েছে বহু গাড়ি। ভারী বৃষ্টির জেরে রাতে ও সকালে নতুন করে ধস নামে কালিম্পং এ। যার জেরি ২৯ মাইল এলাকার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়।
সেতিঝোরা থেকে চিত্রে যাওয়ার রাস্তা অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে ১০-এ ভারী যানচলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। হালকা ও ছোটগাড়ি ও অ্যাম্বুল্যান্স ও প্রশাসনিক ইমারজেন্সি সার্ভিসের গাড়িগুলি কালিম্পংয়ের আগে চিত্রে থেকে সেতিঝোরা পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।
সেতিঝোরা থেকে চিত্রে যাওয়ার রাস্তা অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে ১০-এ ভারী যানচলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। হালকা ও ছোটগাড়ি ও অ্যাম্বুল্যান্স ও প্রশাসনিক ইমারজেন্সি সার্ভিসের গাড়িগুলি কালিম্পংয়ের আগে চিত্রে থেকে সেতিঝোরা পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।
এছাড়াও বাস, ভারী গাড়ি, পডং - আলগারাহ - লাভা-গরুবাথান হয়ে শিলিগুড়ি যেতে পারবে। আবার উল্টোপথে সিকিম যাবে।
এছাড়াও বাস, ভারী গাড়ি, পডং – আলগারাহ – লাভা-গরুবাথান হয়ে শিলিগুড়ি যেতে পারবে। আবার উল্টোপথে সিকিম যাবে।