Bollywood on Lata Mangeshkar: ‘মেরি আওয়াজ হি পহেচান হ্যায়’, লতা মঙ্গেশকরের প্রয়াণে বাকরুদ্ধ বলিউড…

#মুম্বই: সরস্বতী পুজোর পরদিনই চিরবিদায় নিলেন বলিউডের নাইটিঙ্গল লতা মঙ্গেশকর। তাঁকে বলিউড চিরকাল পুজো করেছে মানবরূপে দেবী সরস্বতী মেনে। ৩০-৫০ হাজারের মতো গান রেকর্ড করেছেন কিংবদন্তী এই গায়িকা। মোট ৩৬টি ভাষায় নিখুঁত উচ্চারণে গান গাওয়া তো আর সহজ কথা নয়, তাই বোধহয় তিনি সুরসম্রাজ্ঞী। রবিবার সমস্ত কিছু রেখে অমৃতলোকে পাড়ি দিলেন লতা মঙ্গেশকর। এদিন তাঁর প্রয়াণে বাকরুদ্ধ বলিউড (Bollywood on Lata Mangeshkar)। সোশ্যাল মিডিয়ায় নিজেদের মনের কথা জানিয়েছেন সঙ্গীত ও অভিনয়জগতের শিল্পীরা (Bollywood on Lata Mangeshkar)।

এ আর রহমান, শ্রেয়া ঘোষাল, সোনু নিগম, বিশাস দাদলানিরা যেমন নিজেদের শোকবার্তা দিয়েছেন, তেমনই বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী ট্যুইট করে হৃদয় ভেঙে যাওয়ার কথা জানিয়েছেন (Bollywood on Lata Mangeshkar)। অক্ষয় কুমার লিখেছেন, ‘মেরি আওয়াজ হি পহেচান হ্যায়, গর ইয়াদ রহে… এবং কী ভাবে এমন কণ্ঠকে ভুলব!’ এ আর রহমান লতা মঙ্গেশকরের সঙ্গে তাঁর নিজের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘ভালোবাসা, শ্রদ্ধা ও প্রার্থনা’। শ্রেয়া ঘোষাল দীর্ঘ পোস্টে নিজের মন খারাপের কথা জানিয়েছেন।

আরও পড়ুন: ‘ঠিক নেহি হ্যায়’ থেকে ‘ইয়ে হসিন রাত’, লতা মঙ্গেশকরের মুক্তি না পাওয়া গানগুলি…

 

View this post on Instagram

 

A post shared by shreyaghoshal (@shreyaghoshal)

 

View this post on Instagram

 

A post shared by ARR (@arrahman)

শ্রেয়ার কথা, ‘কাল সরস্বতী পুজো ছিল এবং আজ মা তাঁর সবচেয়ে প্রিয়কে নিজের কাছে নিলেন। কেন জানি আজ পাখি, গাছপালা ও বাতালে বিষণ্ণতা…’। অনুষ্কা শর্মা লিখেছেন, ‘ঈশ্বর কথা বলেন এমন সুমধুর কণ্ঠে’। করণ জোহরের মন্তব্য, আজ স্বর্গলোক প্রকৃত অর্থেই এক সুরের পরীকে দেখল। শৈশবে লতাজির গান শুনে বড় হয়েছি, আজ ওঁর মৃত্যুতে শ্রদ্ধাজ্ঞাপন করতে গিয়ে বলব, এমন সমধুর কণ্ঠে দেশকে গর্বিত কররা জন্য অসংখ্য ধন্যবাদ।

আরও পড়ুন: বাংলার সঙ্গে আত্মিক সম্পর্ক ছিল লতা মঙ্গেশকরের, শিক্ষক রেখেছিলেন বাংলা শিখবেন বলে!

সুভাষ ঘাই বলছেন, ‘সবসময়ে ওঁর ভালবাসা-আশীর্বাদ পেয়ে আমি ধন্য। ১৯৭৫ সালে আমার পরিচালক হিসেবে ডেবিউ ছবি কালীচরণ-এর যা রে যা ও হরজাই গানটির রেকর্ডিং থেকে শুরু করে ২০১৯ সালে শেষ দেখা, যখন হুইসলিংউড ইন্টারন্যাশনাল স্কুলে লতা মঙ্গেশকর স্কলারশিপ অ্যাওয়ার্ড চালু হয়, পুরোটাই স্মৃতির ফ্রেমে বন্দি। এই শতাব্দী তাঁকে মনে রাখবে। শান্তিতে ঘুমোন লতা দিদি। আপনি আমাদের সাথেই থাকবেন সবসময়ে।’ শোকপ্রকাশ করলেন অরিজিৎ সিং। লতাজি একবার বলেছিলেন, ‘আমি কখনও গান গাওয়া থামাব না। যেদিন আমার মৃত্যু হবে, সেদিন আমার গানও আমার সঙ্গে বিদায় নেবে…’ কিংবদন্তী শিল্পীর সেই মন্তব্য শেয়ার করে অরিজিৎ বললেন, ‘আপনি আমাদের মধ্যে চিরকাল থাকবেন।’