Lata Mangeshkar as Photographer: ছায়াসঙ্গী ছিল ক্যামেরা, আলোকচিত্রী হিসেবেও সিদ্ধহস্ত ছিলেন কিন্নরকণ্ঠী লতা

আমরা মনের অনুভূতির যেখানেই পা রাখি না কেন, লতা মঙ্গশকরের গান আমাদের সঙ্গী হয় ছায়ার মতোই৷ আমরা অনেকেই জানি না, স্বয়ং সুরসম্রাজ্ঞীকেও অনুসরণ করত আলো ও ছায়া৷ শুধু সুর নয়৷ তিনি ছিলেন আলোছায়ার কারিগরও৷ ছবি তোলা ছিল তাঁর প্যাশন৷ তিনি যেখানেই যেতেন, তাঁর ছায়াসঙ্গী ছিল রোলেইফ্লেক্স ক্যামেরা৷(Lata Mangeshkar as Photographer)

সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে কিন্নরকণ্ঠী বলেছিলেন, ‘‘আমি ফোটোগ্রাফি খুব ভালবাসতাম৷ সর্বত্র আমার সব সময়ের সঙ্গী ছিল আমার ক্যামেরা৷ আমি স্টুডিওতে ক্যামেরা নিয়ে যেতাম৷ কাজে ব্যস্ত সহকর্মীদের ছবি তুলতাম৷ বাড়িতে মা, ভাইবোনদের ছবি তুলতাম৷ বাড়ির বাইরে ছবি তুলতে আমি খুব ভালবাসতাম৷’’

তিনি ছবি তুলতে এতটাই দক্ষ ছিলেন যে এক সময়ে ফোটোগ্রাফিকেই বিকল্প পেশা হিসবে ভেবেছিলেন৷ ‘‘আমি জানি না শিল্পী না হলে আমি কী হতাম৷ তবে ফোটোগ্রাফি নিশ্চয়ই একটা সম্ভাবনা ছিল৷’’ ছবি তোলার দুনিয়ায় ডিজিটাল শাসনে আশাহত হয়েছিলেন সুরসম্রাজ্ঞী৷ বলেছিলেন, ‘‘ এখন সকলে তাঁদের ফোনেই ছবি তোলেন৷ ক্যামেরার লেন্সে মুহূর্তদের বন্দি করার সেই পুরনো আনন্দই চলে গিয়েছে৷’’ আক্ষেপ ঝরে পড়ত সুরেলা কণ্ঠে৷

আরও পড়ুন : সম্রাজ্ঞী হয়েও এই কারণেই উজ্জ্বল প্রসাধনী ছেড়ে আপন করেছিলেন সাদা শাড়িতে হিরের দ্যুতিকে

আরও পড়ুন : আম, জাফরান সুবাসিত গাজরের হালুয়া এবং আশা ভোঁসলের তৈরি শাম্মি কাবাব ছিল সুরসম্রাজ্ঞীর পছন্দের শীর্ষে

তাঁর বাড়িতে রয়েছে তাঁর তোলা অসংখ্য ছবি৷ প্রয়াত কিংবদন্তি শিল্পীর এই শখের কথা তাঁর ঘনিষ্ঠবৃত্তের বাইরে খুব কম লোকই জানেন৷ হেমন্তকন্যা রাণু স্মৃতিচারণায় বলেছেন লতার ছবি তোলার শখের কথা৷ প্রবাদপ্রতিম শিল্পীর এই শৌখিনতার কথা মনে পড়েছে গায়িকা চিন্ময়ী শ্রীপদার স্মৃতিতেও৷ তিনি ট্যুইট করেছেন যখন ‘রং দে বসন্তী’-র সেটে লতা মঙ্গেশকর তাঁর শখের কথা প্রকাশ করেছিলেন৷ বলেছিলেন তাঁর কাছে পেশাদার ক্যামেরার বড় সংগ্রহ আছে৷ এমনকি, যে দিনের কথা, সেদিনও শিল্পী একটি নতুন ক্যামেরা কেনার কথা বলেছিলেন৷