Nabanna Abhijan Protest Live News Updates: ইটের আঘাতে মাথা ফাটল পুলিশের! পাল্টা লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, উত্তাল বড়বাজার

হাওড়া: পুলিশ-আন্দোলনকারী খণ্ডযুদ্ধ! পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি! তার পরেই পুলিশের তরফে পাল্টা লাঠিচার্জ। বড় বাজার, হাওড়া ময়দান এবং কলেজস্ট্রিট এলাকায় রণক্ষেত্রের ছবি। পুলিশ শেল ফাটাচ্ছে, কাঁদানে গ্যাস ছুড়ছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার আপ্রাণ চেষ্টা চলছে।

মূল মিছিল তার মধ্যেই কলেজ স্ট্রিট থেকে হেস্টিংস পর্যন্ত যাচ্ছে। বড় বাজারে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে টানা জলকামান ছুড়ে, এমনই জানায় পুলিশ। তবে হেস্টিংসে নতুন করে বাড়ে ক্ষোভের আঁচ। আন্দোলনকারীরা যে অনড় তা এই ছবি থেকেই স্পষ্ট।

আরও পড়ুন- জলকামান, টিয়ার গ্যাসে হার মানছে না বিক্ষোভ! ‘নবান্ন চলো’ ব্যানারধারীদের মধ্যে রয়েছে স্কুল পড়ুয়াও

সাঁতরাগাছিতে মহিলাদের বিক্ষোভের ছবি নজরে আসে। পুলিশের লাঠি কেড়ে নেওয়ার চেষ্টা করেন মহিলা দল। এছাড়াও ৩ জায়গায় চলছে তুমুল বিক্ষোভ। নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। সাঁতরাগাছিতে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা বিক্ষোভকারীদের। আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা পুলিশের। তার পরেও থামানো যায়নি বিক্ষোভ। ব্যারিকেড টেনে ভেঙে ফেলা হয় হাওড়া ময়দানে।

আরও পড়ুন- মমতার কালীঘাটের বাড়ির পাহারায় বিশাল পুলিশবাহিনী! বন্ধ রাস্তা, আক্রমণের উপায় নেই

ব্যারিকেডের সামনেই বসে পড়েন আন্দোলনকারীরা। সেখানেই বসেই স্লোগান দিতে শুরু করেন আন্দোলনকারীরা। অন্যদিকে, কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু করেছেন আন্দোলনকারীরা। হাওড়া ব্রিজে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ছোড়ে পুলিশ। কিন্তু সাময়িক ক্ষান্ত দেওয়ার পরেই ফের ফুঁসে ওঠেন উত্তেজিত জনতা। পুলিশকে আক্রমণ করেন তাঁরা। জনতার মাঝে পড়ে আহত ২ পুলিশকর্মী।  কর্মী আন্দোলনকারীদের ছোড়া ইটে তাঁরা আহত হয়েছেন বলে খবর।

আন্দোলনকারীরা যাতে গার্ডরেল কিংবা ব্যারিকেড ধরে ঝাঁকাতে না পারেন, তা নিশ্চিত করতে সেগুলির উপরে দেওয়া হয়েছিল  গ্রিজ় এবং মোবিলের পরত। আন্দোলনকারীদের আটকাতে শহরের বিভিন্ন প্রান্তে ক্রেনের মাধ্যমে কন্টেনার নামিয়েছে পুলিশ। কলেজ স্ট্রিট এবং এজেসি বোস রোডে ইতিমধ্যেই কন্টেনার নামানো হয়েছে। কন্টেনারের সামনে রাখা হয়েছে ক্রেনটিকেও।

এ সব সত্ত্বেও ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন আন্দোলনকারীরা। হাওড়ার সাঁতরাগাছিতে ব্যারিকেড ভেঙেই দিলেন জনতা। জলকামান এবং টিয়ার গ্যাস ছুড়ে জনতাকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা চলছে পুলিশের তরফে। এর মধ্যেই জাতীয় পতাকা নিয়ে পড়ুয়াদের একটি মিছিল কলেজ স্ট্রিটে আসে
। ৭০-৮০ জন লোক সেই দলে। বন্ধ করা হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা। ‘নবান্ন চলো’ ব্যানার হাতে একের পর এক মিছিল কলেজ স্ট্রিটে আসছে, বলে খবর। সেই ভিড়ে একজন স্কুল পড়ুয়াও রয়েছে।
কলেজ স্ট্রিট এর রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে মিছিল।