লাইফস্টাইল Life hacks: মাত্র কয়েকটি শব্দেই এক্কেবারে বন্ধ করুন বন্ধুবান্ধবের ঋণ চাওয়ার স্বভাব, এক মিনিটেই শেষ অপ্রীতিকর পরিস্থিতি, গ্যারান্টি ১০০% Gallery October 8, 2024 Bangla Digital Desk কীভাবে নিজের প্রিয়তম বন্ধুকে না বলবেন দেখে নেওয়া যাক- ভাল করে বোঝানো- সবার আগে কোনও সমস্যা হলে তা নিজের বন্ধুকে ভাল করে বোঝান। তাঁর কেন টাকার প্রয়োজন সেটা জানুন। সমস্যা মিটে যাওয়ার পর ঋণের টাকা সে যেন শোধ দেয় কারণ টাকা আপনারও প্রয়োজন এই কথাটাই ভাল করে নিজের বন্ধুকে বোঝান। প্রতীকী ছবি নিজের পকেটের টান চলছে সে বিষয়ে জানান- অনেক সময় বন্ধুদেরও জানানো প্রয়োজন হয় আপনার নিজের আর্থিক অবস্থা খুব একটা ভাল নয়। সেই বিষয়টিই বন্ধুকে ভাল করে বোঝান। এক্ষেত্রে বলতে পারেন আমি আমার টাকাপয়সার দিকটার বিষয়ে এখন মনোযোগ দিচ্ছি। আপনার বন্ধুদেরও বুঝতে হবে যে সবসময় আপনারও আর্থিক অবস্থা ঠিক থাকবে না। প্রতীকী ছবি অপশন তৈরি করুন- যদি আপনার বন্ধু প্রায়শই আপনার থেকে টাকা ঋণ চায় তবে আপনি তাঁকে বিভিন্ন ছোটখাটো পার্টটাইম কাজ করার কথা বলতে পারেন। এতে করে সেও কিছু রোজগার করতে পারবে এবং ধার চাইবে না। প্রতীকী ছবি লিমিট তৈরি করা- যদি আপনার বন্ধু বারংবার আপনার থেকে টাকা চাইতে থাকে আর আপনার তাঁকে না বলতে সমস্যা হয়। তবে সেক্ষেত্রে একটি লিমিট তৈরি করে নিন যে কত টাকা পর্যন্ত আপনি ঋণ দিতে পারবেন। প্রতীকী ছবি সম্পর্কে অনুভূতিপ্রবণ থাকুন- যদিও আপনাকে আর্থিক সম্পত্তি রক্ষা করতে হবে কিন্তু, এটা মাথায় রাখবেন এরফলে যেন বন্ধুর সঙ্গে কোনও ভাবেই সম্পর্কে ছেদ না পড়ে। এই সম্পর্কের ছেদ পড়লে হয়ত আপনার আর্থিক সম্পদ রক্ষা পাবে তবে মানসিক কষ্ট পাবেন। প্রতীকী ছবি