বিশ্বকাপের আগে ক্রমশ ভয়ঙ্কর হচ্ছেন মেসি, ভেঙে দিলেন রোনাল্ডোর রেকর্ড

#প্যারিস: চ্যাম্পিয়ন্স লিগের আরেকটি রাত রঙিন হল লিওনেল মেসির বা পায়ের জাদুতে। প্যারিসের ৩০ নম্বর জার্সি গায়ে আরও একটি রেকর্ড ভাঙলেন লিও মেসি। চ্যাম্পিয়ন্স লিগে বক্সের বাইরে থেকে সর্বাধিক গোলে গতকাল রাত্রে ছাপিয়ে গেলেন তিনি রোনাল্ডোকেও।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের পঞ্চম ম্যাচে মাকাবি হাইফাকে চূর্ণ বিচূর্ণ করলো পিএসজি এবং সেই রাত্রে জোড়া গোল, জোড়া এসিস্ট দিয়ে প্রধান কারিগর ছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। পার্ক দেস প্রিন্সেসে ৪৪ মিনিটে মেসি চ্যাম্পিয়ন্স লিগে তার ২৩ তম বক্সের বাইরে থেকে গোলটি করেন এবং টপকে যান তার চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে।

আরও পড়ুন – বাবরের সাম্রাজ্য শেষ করে নতুন রাজা সিকন্দর, জিম্বাবোয়ের কাছে হারল পাকিস্তান

রোনাল্ডো বর্তমানে সেখানে রীতিমত লড়াই করছেন মাঠে নামার জন্য সেখানে লিওনেল মেসি তার নতুন ক্লাবের সাথে দাপিয়ে বেড়াচ্ছেন। তবে বুধবার শুধু একটি রেকর্ড নয় একগুচ্ছ রেকর্ড করলেন মেসি। এই প্রথম কোনো ৩৫ বছর বয়সী ফুটবলার চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচে দুটি গোলের সাথে দুটি এসিস্টও করলেন।

শুধু তাই নয় লিওনেল মেসি এই মরশুমে ইউরোপের প্রথম প্লেয়ার যিনি গোল এবং এসিস্ট দুটোতেই দুই অঙ্কের ঘর পার করলেন। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে মাকাবির বিরুদ্ধে যে পিএসজিকে দেখা গেলো, সেই রূপ এই মরশুমে তাদের আগে দেখা যায়নি। মেসি এম্বাপে বা নেইমার কেউই ম্যাচ জয়ের জন্য খেলছিলেন না।

তাদের একমাত্র লক্ষ্য ছিল বিপক্ষ দলকে ছিঁড়ে খেয়ে যতগুলি সম্ভব গোল ঝুলিতে ভরা। এক গোলে পিছিয়ে থাকা কোনো দল গোল করার জন্য যে রকম মরিয়া থাকে, মাকাবিকে ৬ গোল দেওয়ার পরও সেরকম হিংস্রতা দেখা যাচ্ছিল পিএসজির অ্যাটাকিং থার্ডএ। দ্বিতীয় অর্ধ শুরু হতে ইসরায়েলি লিগ চ্যাম্পিয়ন মাকাবি হাইফা আরেকটি গোল শোধ দিয়ে ৪-২ এ ব্যবধান কমিয়ে আনে।

ম্যাচ বের করার একটি অদম্য প্রচেষ্টা দেখা যাচ্ছিল দুর্বলদের মধ্যে। কিন্তু সেটি দশ পনেরো মিনিটের বেশি টিকলো না। হিংস্র নেকড়ের মতো ছিড়ে খেলো পিএসজি তাদের, ম্যাচ শেষ করলো ৭-২ এর ব্যবধানে।