মেসির এবার নতুন শপথ! পিএসজিকে ইউরোপ সেরা করতে চান আর্জেন্টিনার অধিনায়ক

প্যারিস: বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হচ্ছে পিএসজি। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে কিলিয়ান এমবাপের পর এবার লিওনেল মেসির চোট ভাবাচ্ছে পিএসজি শিবিরকে। ফ্রেঞ্চ কাপের শেষ ষোলোর ম্যাচে মারসেইলের বিরুদ্ধে ২-১ গোলে হেরে যায় পিএসজি। সেই ম্যাচেই আর্জেন্টাইন তারকা হ্যামস্ট্রিং এর চোট পান।

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ম্যাচে বায়ার্নের বিরুদ্ধে মেসি খেলতে না পারলে কঠিন লড়াইয়ের মধ্যে পড়তে হবে পিএসজিকে। মন্টপেলিয়ারের বিরুদ্ধে ম্যাচে উরুতে চোট পান এমবাপে। যদিও সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, বায়ার্ন  এর বিরুদ্ধে ম্যাচে পিএসজি শিবির এমবাপেকে মাঠে নামাতে মরিয়া।

আরও পড়ুন – বার্সেলোনা কাঁপাতে আসছে রোনাল্ডিনহোর ছেলে! স্কিল দেখলে মাথা খারাপ হয়ে যাবে

মেসিও যাতে চোট সারিয়ে ফিরতে পারেন সেই চেষ্টা করা হচ্ছে। চলতি মরসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে পিএসজির হয়ে মেসি ও এমবাপে যৌথভাবে ৬০ টি গোল করেছেন। দুজনের কাতার বিশ্বকাপের ফাইনালে দেখা হয়, আর্জেন্টিনা সেই ম্যাচ পেনাল্টিতে জেতে। আট গোল করে এমবাপে সোনার বুট জেতেন, মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষনা করা হয়।

শনিবার এ এস মোনাকোর বিরুদ্ধে ম্যাচে দুই তারকা নেই। যদি সময়ের মধ্যে দুই তারকা চোট সারিয়ে মাঠে না নামতে পারে পিএসজি কোচ ক্রিস্টোফার গালটিয়ারকে নেইমারের উপরই পুরোপুরি নিৰ্ভর করে থাকতে হবে। পিএসজি সমর্থকরাও মনে করছেন এবার সময় এসেছে নেইমারের সাম্বা ম্যাজিক দেখানোর।

একজন পিএসজি সমর্থক টুইটারে লিখেছেন, নেইমার মাঠে নামলে যেকোনো ফুটবলারের চেয়ে ভয়ানক। আরেকজন লিখেছেন,  নেইমারের উপরই এখন সব । তৃতীয় একজন সমর্থক লিখেছেন, নেইমারের জন্য এই ম্যাচ ক্লাবের ঐতিহ্য রক্ষার লড়াই। চতুর্থ সমর্থক লিখেছেন, ‘ বায়ার্নের বিপক্ষে নেইমার মাস্টার ক্লাস নেবেন। ২০১৭ সাল থেকে ফরাসি ক্লাব পিএসজির হয়ে খেলছেন নেইমার। পিএসজির হয়ে এখনো পর্যন্ত ১১০ টি ম্যাচ খেলেছেন নেইমার, গোল করেছেন ৮১ টি।