লাইফস্টাইল Live cockroach in intestine: পেটের মধ্যে জীবন্ত আরশোলা! চিকিৎসকদের তৎপরতায় প্রাণ বাঁচল যুবকের Gallery October 12, 2024 Bangla Digital Desk পেটের মধ্যে নাকি জীবন্ত আরশোলা। অপারেশন করে সেই আরশোলাকে বার করে আনলেন চিকিৎসকরা। এমন ঘটনাই ঘটেছে দিল্লিতে। প্রতীকী ছবি। নয়াদিল্লির এক বেসরকারি হাসপাতালে অত্যাধুনিক পদ্ধতিতে আরশোলাটিকে বার করে দেওয়া হয়। জানা গিয়েছে, ওই যুবক নিয়মিত রাস্তার খাবার খেতেন। হঠাৎ পেটে ব্যথা হতে শুরু করে। প্রতীকী ছবি। শুধু তাই নয়, হজমেও সমস্যা হতে শুরু করে, তারপর চিকিৎসকের দ্বারস্থ হন। চিকিৎসক আপার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল এন্ডোস্কপি করে জানান যে রোগীর পেটে জীবন্ত আরশোলা রয়েছে। প্রতীকী ছবি। তারপরে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে যুবকের পেট থেকে আরশোলা বার করে আনেন চিকিৎসক। সফলভাবে যুবকের প্রাণ বাঁচিয়ে চিকিৎসক সতর্ক করে দেন যে এই ধরনের ঘটনা প্রাণঘাতীও হতে পারে। প্রতীকী চিত্র চিকিৎসকদের অনুমান কোনও খাবারের সঙ্গে বা ঘুমের সময়ে আরশোলাটি যুবকের মুখে ঢুকে গিয়ে থাকতে পারে। আরশোলাটি বার করতে আরও দেরি হলে বিপদ আরও বাড়তে পারত বলে জানান চিকিৎসকরা।