Bad Breath: মুখের দুর্গন্ধে পাশ থেকে লোক উঠে চলে যায়? এ কিন্তু ভয়ানক অসুখের ইঙ্গিত! লিভার খারাপ হচ্ছে না তো?

নিঃশ্বাসে দুর্গন্ধ হলে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। বিশেষ করে ভিড়ের মধ্যে কিংবা সঙ্গীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের সময়। অনেকে মনে করেন, দিনে দু’বার দাঁত ব্রাশ করলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু এভাবে নিঃশ্বাসে দুর্গন্ধ সারে না।
নিঃশ্বাসে দুর্গন্ধ হলে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। বিশেষ করে ভিড়ের মধ্যে কিংবা সঙ্গীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের সময়। অনেকে মনে করেন, দিনে দু’বার দাঁত ব্রাশ করলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু এভাবে নিঃশ্বাসে দুর্গন্ধ সারে না।
গবেষণায় দেখা গিয়েছে, ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম থেকে ওঠার পর ব্রাশ করলে দাঁত ভাল থাকে। মাড়ির রোগ থেকে বাঁচা যায়। কিন্তু নিঃশ্বাসের দুর্গন্ধ যায় না। আসলে দুর্গন্ধের অন্য কারণ রয়েছে।
গবেষণায় দেখা গিয়েছে, ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম থেকে ওঠার পর ব্রাশ করলে দাঁত ভাল থাকে। মাড়ির রোগ থেকে বাঁচা যায়। কিন্তু নিঃশ্বাসের দুর্গন্ধ যায় না। আসলে দুর্গন্ধের অন্য কারণ রয়েছে।
 সাইনোসাইটিস এবং নিউমোনিয়ার কারণে নিঃশ্বাসে দুর্গন্ধ হতে পারে। এই সংক্রমণে, ব্যাকটেরিয়া শ্বাসযন্ত্রের ট্র্যাক্টে চলে যায় এবং গন্ধের অণু তৈরি করে যা শ্বাস নেওয়ার সময় নির্গত হয়।
সাইনোসাইটিস এবং নিউমোনিয়ার কারণে নিঃশ্বাসে দুর্গন্ধ হতে পারে। এই সংক্রমণে, ব্যাকটেরিয়া শ্বাসযন্ত্রের ট্র্যাক্টে চলে যায় এবং গন্ধের অণু তৈরি করে যা শ্বাস নেওয়ার সময় নির্গত হয়।
হজমের ব্যাধি যেমন অ্যাসিড রিফ্লাক্স, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এবং পাকস্থলীর আলসারের কারণে মুখের দুর্গন্ধ হতে পারে। যখন পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালীতে ফিরে আসে তখন অ্যাসিড রিফ্লাক্স ঘটে, এর ফলে নিঃশ্বাসে দুর্গন্ধ হয়।
হজমের ব্যাধি যেমন অ্যাসিড রিফ্লাক্স, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এবং পাকস্থলীর আলসারের কারণে মুখের দুর্গন্ধ হতে পারে। যখন পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালীতে ফিরে আসে তখন অ্যাসিড রিফ্লাক্স ঘটে, এর ফলে নিঃশ্বাসে দুর্গন্ধ হয়।
রক্তে শর্করার মাত্রা বেশি হলে ডায়াবেটিস হয়। এ থেকে নিঃশ্বাসে দুর্গন্ধ-সহ নানা সমস্যা হতে পারে। গুরুতর ডায়াবেটিসে শ্বাসে বিশেষ বৈশিষ্ট্যযুক্ত ফলের গন্ধ পাওয়া যায়, যা অ্যাসিটোন শ্বাস নামে পরিচিত।
রক্তে শর্করার মাত্রা বেশি হলে ডায়াবেটিস হয়। এ থেকে নিঃশ্বাসে দুর্গন্ধ-সহ নানা সমস্যা হতে পারে। গুরুতর ডায়াবেটিসে শ্বাসে বিশেষ বৈশিষ্ট্যযুক্ত ফলের গন্ধ পাওয়া যায়, যা অ্যাসিটোন শ্বাস নামে পরিচিত।

 

ডায়াবেটিস ইনভেস্টিগেশন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় ডায়াবেটিস এবং নিঃশ্বাসের দুর্গন্ধের মধ্যে যোগসূত্র পাওয়া গিয়েছে। রক্তে শর্করার মাত্রা কমানোই মুখের দুর্গন্ধ নিরাময়ের একমাত্র উপায়।
ডায়াবেটিস ইনভেস্টিগেশন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় ডায়াবেটিস এবং নিঃশ্বাসের দুর্গন্ধের মধ্যে যোগসূত্র পাওয়া গিয়েছে। রক্তে শর্করার মাত্রা কমানোই মুখের দুর্গন্ধ নিরাময়ের একমাত্র উপায়।
শরীরের দূষিত জল কিডনির সঙ্গে মিশে গেলে তা কিডনির ওপর প্রভাব ফেলে। লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি সমীক্ষায় দেখা গিয়েছে, এ থেকে নিঃশ্বাসে দুর্গন্ধ হতে পারে, যাকে ইউরেমিক শ্বাস বলা হয়।
শরীরের দূষিত জল কিডনির সঙ্গে মিশে গেলে তা কিডনির ওপর প্রভাব ফেলে। লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি সমীক্ষায় দেখা গিয়েছে, এ থেকে নিঃশ্বাসে দুর্গন্ধ হতে পারে, যাকে ইউরেমিক শ্বাস বলা হয়।
ফ্যাটি লিভার সহ লিভার ড্যামেজও দুর্গন্ধের কারণ হিসাবে উল্লেখ করা হয়। শরীরে টক্সিন জমার কারণে নিঃশ্বাসে দুর্গন্ধ হয়। লিভার সঠিকভাবে কাজ না করলে টক্সিন শরীরে জমা হতে থাকে।
ফ্যাটি লিভার সহ লিভার ড্যামেজও দুর্গন্ধের কারণ হিসাবে উল্লেখ করা হয়। শরীরে টক্সিন জমার কারণে নিঃশ্বাসে দুর্গন্ধ হয়। লিভার সঠিকভাবে কাজ না করলে টক্সিন শরীরে জমা হতে থাকে।
কয়েকবার মুখ ধোয়ার পরেও পরও যদি নিঃশ্বাসের দুর্গন্ধ দূর না হয়, তাহলে লিভার ড্যামেজই এর কারণ।
কয়েকবার মুখ ধোয়ার পরেও পরও যদি নিঃশ্বাসের দুর্গন্ধ দূর না হয়, তাহলে লিভার ড্যামেজই এর কারণ।

Keywords: Bad Breath, Common Cause

Original Story Link: https://www.news18.com/lifestyle/liver-damage-to-diabetes-5-common-causes-of-bad-breath-8931710.html

Written By: Koushik Bhattacharya