ঘূর্ণিঝড় 'দানা'-র জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ১৪ ঘণ্টা ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে। একইভাবে শিয়ালদহ-বারাসত-হাসনাবাদ শাখায় ১৪ ঘণ্টা লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Local Train Cancelled: ঘূর্ণিঝড়ের ভয়! শিয়ালদহ থেকে ১৯০ লোকাল ট্রেন বাতিল, রইল তালিকা

ঘূর্ণিঝড় 'দানা'-র জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ১৪ ঘণ্টা ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে। একইভাবে শিয়ালদহ-বারাসত-হাসনাবাদ শাখায় ১৪ ঘণ্টা লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড় ‘দানা’-র জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ১৪ ঘণ্টা ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে। একইভাবে শিয়ালদহ-বারাসত-হাসনাবাদ শাখায় ১৪ ঘণ্টা লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সব মিলিয়ে ১৯০ লোকাল ট্রেন আপাতত বাতিল করল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। তালিকা রইল, এখনই দেখে নিন।
সব মিলিয়ে ১৯০ লোকাল ট্রেন আপাতত বাতিল করল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। তালিকা রইল, এখনই দেখে নিন।
বাতিল হয়েছে শিয়ালদহ-ক্যানিং - ২৪, সোনারপুর-ক্যানিং - ৭, শিয়ালদহ - লক্ষ্মীকান্তপুর -২৫, শিয়ালদহ-বজবজ - ২৯
বাতিল হয়েছে শিয়ালদহ-ক্যানিং – ২৪, সোনারপুর-ক্যানিং – ৭, শিয়ালদহ – লক্ষ্মীকান্তপুর -২৫, শিয়ালদহ-বজবজ – ২৯
শিয়ালদহ সাউথে বৃহস্পতিবার রাত আটটায় শেষ ট্রেন ছাড়বে৷ এরপর বন্ধ থাকবে ২৫ তারিখ সকাল দশটা অবধি৷
শিয়ালদহ - সোনারপুর - ১১, সোনারপুর-বারুইপুর - ২, শিয়ালদহ - বারুইপুর - ১৬, শিয়ালদহ - নৈহাটি - ২, লক্ষ্মীকান্তপুর - বারুইপুর - ৩
শিয়ালদহ – সোনারপুর – ১১, সোনারপুর-বারুইপুর – ২, শিয়ালদহ – বারুইপুর – ১৬, শিয়ালদহ – নৈহাটি – ২, লক্ষ্মীকান্তপুর – বারুইপুর – ৩
শিয়ালদহ - ডায়মন্ড হারবার - ৩০, লক্ষ্মীকান্তপুর - নামখানা - ১৯, শিয়ালদহ-হাসনাবাদ - ২০, সার্কুলার রেল - ২
শিয়ালদহ – ডায়মন্ড হারবার – ৩০, লক্ষ্মীকান্তপুর – নামখানা – ১৯, শিয়ালদহ-হাসনাবাদ – ২০, সার্কুলার রেল – ২
ট্রেন বাতিলের পাশাপাশি উপকূল এলাকার রেললাইনেও থাকছে একাধিক সতর্কতা। পূর্ব রেলের শিয়ালদহ ও হাওড়া ডিভিশনও একাধিক সতর্কতা নিয়েছে বলে জানা গিয়েছে। নামখানা, ডায়মন্ড হারবার, হাসনাবাদেও সতর্কতা জারি করা হয়েছে।
ট্রেন বাতিলের পাশাপাশি উপকূল এলাকার রেললাইনেও থাকছে একাধিক সতর্কতা। পূর্ব রেলের শিয়ালদহ ও হাওড়া ডিভিশনও একাধিক সতর্কতা নিয়েছে বলে জানা গিয়েছে। নামখানা, ডায়মন্ড হারবার, হাসনাবাদেও সতর্কতা জারি করা হয়েছে।
বৃহস্পতি ও শুক্রবার এমার্জেন্সি কন্ট্রোল খোলা হবে। প্রতিটি স্টেশনে ট্রেন চলাচলের পরিস্থিতি ঘোষণা করা হবে। জল জমার আশঙ্কা রয়েছে। সেখানে পাম্প বসানোর কাজ চলছে। (রিপোর্টার-- আবীর ঘোষাল)
বৃহস্পতি ও শুক্রবার এমার্জেন্সি কন্ট্রোল খোলা হবে। প্রতিটি স্টেশনে ট্রেন চলাচলের পরিস্থিতি ঘোষণা করা হবে। জল জমার আশঙ্কা রয়েছে। সেখানে পাম্প বসানোর কাজ চলছে। (রিপোর্টার– আবীর ঘোষাল)