Tag Archives: Local Train Cancelled

Sealdah Train Problem: শিয়ালদহে মিটল রেলের কাজ, যাত্রী হয়রানি শেষ হল? ট্রেন স্বাভাবিক চলছে? বড় ঘোষণা

কলকাতা: নির্ধারিত সময়ের দু’ঘণ্টা আগেই শিয়ালদহ মেইন সেকশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের পরিকাঠামোগত পরিবর্তনের কাজ সুসম্পন্ন হয়েছে। শিয়ালদহ মেন সেকশনে ১২ কোচের EMU ট্রেন চালানোর জন্য কিছু পরিকাঠামোগত পরিবর্তনের অতি আবশ্যকতায় গত শুক্রবার থেকে রবিবার দুপুর দু’টো পর্যন্ত শিয়ালদহ স্টেশনের ১ নম্বর থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত পূর্ব পরিকল্পনা অনুযায়ী বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তবে এই কাজ পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের দু’ঘণ্টা আগেই শেষ করা সম্ভব হয়েছে। ফলে রবিবার দুপুর বারোটা থেকে শিয়ালদহ মেন সেকশনের ১ থেকে ৫ নম্বর প্রত্যেকটি প্ল্যাটফর্মে EMU ট্রেন পরিচালনা শুরু হয়েছে। এই বিশাল কর্মযজ্ঞে পূর্ব রেলের স্টাফ ও অফিসার মিলিয়ে প্রায় ৪০০ জন কর্মীর দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ এই কাজ নির্দিষ্ট সময়ের পূর্বেই সম্পন্ন করা সম্ভব হয়েছে বলে দাবি রেলের। এক্ষেত্রে ১ থেকে ৫ নম্বর প্রত্যেকটি প্ল্যাটফর্মে ট্রেন পরিচালনা শুরু হলেও কোনও কোনও ট্রেন যাত্রাপথে কিছুটা সময় বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: তৃতীয় ‘টিম মোদি’-র মন্ত্রী হচ্ছেন সুকান্ত-শান্তনু, বদলাবে রাজ্য বিজেপির সভাপতি? তুমুল জল্পনা শুরু

দীপক নিগম, DRM শিয়ালদহ সকালে জানিয়েছিলেন, ‘কাজ সম্পূর্ণ করা হয়েছে। ট্রেনের যে বাঞ্চিং হয়ে রয়েছে, সেগুলো ঠিক করে পরিষেবা একেবারে স্বাভাবিক ছন্দে ফেরাতে তিন চার ঘণ্টা সময় লেগে যাবে। ফেজ ২-এর কাজ শেষ হয়েছে, লেআউট পরিবর্তন হওয়ায় প্ল্যাটফর্ম এক্সটেনশনের জায়গা আমরা পেয়েছি। এবার বাকি কাজ সম্পূর্ণ করে জুলাইয়ের শুরু থেকে সব বারো বগির ট্রেন চালানো সম্ভব হবে।’

আরও পড়ুন: তমলুকে অভিজিতের কাছে হারলেন কেন? ‘দুই’ কারণ স্পষ্ট করে চাঞ্চল্যকর দাবি দেবাংশুর

শুক্র-শনির পর রবিবারাও চরম হয়রানির শিকার হতে হয় ন নিত্যযাত্রীদের। দমদম স্টেশনের মেট্রোতেও প্রবল ভিড়। শিয়ালদহ মেন লাইনে ট্রেন ক্যানসেল ও ১-৫ নম্বর স্টেশন বন্ধ থাকায় প্রচুর লোক যেতে পারছিলেন না ট্রেনে করে। তাই রবিবারও মেট্রো খুলতে না খুলতেই লম্বা লাইন পড়ে। অনেক ট্রেন চালু হলেও বড় স্টেশনগুলিতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ শুরু হয়। নাজেহাল যাত্রীরা। এবার সমস্ত কাজ শেষ হয়েছে বলে জানাল রেল।

আবীর ঘোষাল

Remal Updates-Local Train Cancelled: রিমল ঘূর্ণিঝড়ের জন্য রবি ও সোমবার শিয়ালদহ শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল

হাওড়া: ঘূর্ণিঝড় রিমল এর কারণে একাধিক ট্রেন বাতিল ও নিয়ন্ত্রণ! প্রবল ঘূর্ণিঝড় রিমলের কারণে বেশ কয়েকটি লোকাল ট্রেন বন্ধ। শিয়ালদহ দক্ষিণ বিভাগ এবং শিয়ালদহ, বারাসত-হাসনাবাদ বিভাগে ট্রেন পরিষেবা ১১:০০টা থেকে বন্ধ থাকার নির্দেশিকা। ২৬.৫.২০২৪ থেকে ০৬:০০ ঘণ্টা পর্যন্ত। ২৭.৫.২০২৪ (রবিবার/সোমবার) একটি সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সেই মতো, শিয়ালদহ বিভাগের ইএমইউ ট্রেনে কিছু নিয়মাবলী এবং বাতিল করার পরিকল্পনা রয়েছে রেলের।

বাতিল ট্রেন ২৬.৫.২০২৪(রবিবার):

১) লক্ষ্মীকান্তপুর – নামখানা বিভাগে: 34914 DN/34935 UP

২) শিয়ালদহে – লক্ষ্মীকান্তপুর সেকশন: 34754 DB/34757 UP

৩) শিয়ালদহে – বজ বাজেট বিভাগ: 34166 DN/34165 UP

৪) শিয়ালদহে – ক্যানিং সেকশন: 34554 DN/34557 UP

৫) শিয়ালদহে – ডায়মন্ড হারবার সেকশন : 34860 ​​DN/34859 UP

আরও পড়ুন: দিঘা যাওয়ার একাধিক ট্রেন বাতিল! আসছে ঘূর্ণিঝড় রিমল! কতদিন, কী কী ট্রেন চলবে না? জানুন

বাতিল ট্রেন 27.5.2024 (সোমবার):

১) লক্ষ্মীকান্তপুর – নামখানা বিভাগে: 34914 DN/34935 UP, 34916 DN/34937 UP, 34981 UP।

২) শিয়ালদহে – লক্ষ্মীকান্তপুর সেকশন : 34712 DN/34711 UP, 34714 DN/34713 UP, 34716 DN/34715 UP, 34717 UP।

৩) শিয়ালদহে – ডায়মন্ড হারবার সেকশন: 34812 DN/34811 UP, 34814 DN/34813 UP, 34816 DN/34815 UP।

৪) শিয়ালদহে – ক্যানিং সেকশন: 34352 DN/34511 UP, 34354 DN/34513 UP

৫) শিয়ালদহ – সোনারপুর সেকশনে : 34412 DN/34411 UP

৬) শিয়ালদহে – বজ বাজেট বিভাগ : 34112 DN/34111 UP, 34114 DN/34113 UP

৭) শিয়ালদহে – বারুইপুর বিভাগে: 34612 DN/34611 UP, 34614 Dn/34613 Up viii)

শিয়ালদহ/বারাসত – হাসনাবাদ বিভাগে: 33511 UP/33512 DN, 33311 UP/33514 DN, 33313 UP/33312 DN

ট্রেনের পুনঃনির্ধারণ 27.5.2024 (সোমবার) লোকাল

১) 34515 UP এবং 34517 UP ক্যানিং থেকে 06:00 টায় ছাড়বে। & 06:20 ঘণ্টা।

 ২) 34791 UP নামখানা থেকে 06:00 টায় ছাড়বে।

৩) 34817 UP এবং 34819 UP ডায়মন্ড হারবার থেকে 05:50 টায় ছাড়বে। & 06:00 ঘণ্টা যথাক্রমে!

ঘূর্ণিঝড়ের তীব্রতা পর্যবেক্ষণ করে প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী বাতিল পুনঃনির্ধারণ করা হতে পারে। যাত্রীদের বিভিন্ন স্টেশনে পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে ঘোষিত বিজ্ঞপ্তি অনুসরণ করার কথা জানানো হচ্ছে রেলের তরফে।

রাকেশ মাইতি