দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনে সঠিক উপায়ে বাঁধ সংস্কার নিয়ে উঠছে প্রশ্ন। প্রতি বছর এই সমস্ত এলাকায় বাঁধ সারানো হলেও দেখা গিয়েছে সেই বাঁধ পরে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সঠিকভাবে সেই বাঁধ সারানো হচ্ছে না বলে অভিযোগ তোলেন স্থানীয়রা। সম্প্রতি কোজাগরী পূর্ণিমাতে নদীর জোয়ারের জল বাড়ায় বাঁধে ধ্বস নামে নামখানার নারায়ণগঞ্জ এলাকায়। যে সময় এই ধ্বস নামে তখন সেখানে বাঁধ সংস্কারের কাজ চলছিল। সেই সময় নদীতে জেসিবিও তলিয়ে যায়।
আরও পড়ুন: ‘সুশ্রী কায়কল্প’ প্রজেক্টের মাধ্যমে তৈরি হচ্ছে বাগান, নজর কাড়ছে সকলের
এ নিয়ে জেসিবি চালক লতিফ খাঁ জানিয়েছেন, কিছু বুঝে ওঠার আগেই এই ঘটনা ঘটে গিয়েছে। সেচ দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে এসে সবকিছু দেখেছেন, এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। বাঁধের এই অবস্থা নিয়ে আতঙ্কিত স্থানীয়রা। এ নিয়ে পুষ্প বাগ নামের স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, বাঁধ ভাঙলে ক্ষতি হবে অনেকটাই। বাঁধ ভাল ভাবে দিলে খুবই ভাল হয়। এই একই কথা বলছেন সমগ্র সুন্দরবন এলাকার মানুষজন। বাঁধ গুলিকে সঠিক উপায়ে সংস্কার করা হলে তা সহজে ভাঙবে না বলে দাবি তাদের। না হলে সারাবছর আতঙ্কে থাকতে হয় তাদের।
নবাব মল্লিক