Lagnajita Chakraborty: ভালবাসার মাসে আসছে লগ্নজিতার ‘ভাললাগার গান’

প্রখ্যাত কবি ও গীতিকার ঋতম সেনের উদ্যোগে এবার শহর কলকাতায় অনুষ্ঠিত হলো ইন্ডিপেন্ডেন্ট আধুনিক গান দিয়ে সাজানো এক অভিনব কনসার্ট। এই কনসার্টে ‘ভাললাগার গান’ শির্ষক তাদের নতুন গান এর শুভমুক্তি ঘটালেন ঋতম। গানটি গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী, সুর দিয়েছেন তমালিকা। গানের কথা লিখেছেন ঋতম নিজে। গানের অনুষঙ্গ নির্মাণ করেছেন পৃথ্বীশ ও গৌরব। এই গানটির শুভমুক্তি ঘিরেই এই নতুন কনসার্টটি করা হয়েছে বলে জানালেন ঋতম।

গানটির মিউজিক ভিডিও শুট হয়েছে  শিরিখোলার ক্রেজি স্টে নামক একটি হোম স্টে এবং তার আশেপাশে। ভিডিওটিতে অভিনয় করেছেন শ্রেয়া গোস্বামী, তিনি নিজে একজন চিত্রশিল্পী। গানটির ভিডিওতে দেখা যায় কিভাবে একজন শিল্পী প্রকৃতির মননে মনন মিশিয়ে তার শিল্পকর্মকে তিল তিল করে নির্মাণ করেন। ভিডিওতে গান ছাড়াও গ্র্যাফীতি, পেইন্টিং সহ নানান রকম শিল্পের নির্মাণের পিছনে প্রকৃতির অবদানের কথা বলা হয়েছে। তার সঙ্গে প্রকৃতি ও ক্রমপরিবর্তনশীল প্রাকৃতিক অবস্থার কথাও ভিডিওতে তুলে ধরা হয়েছে। ‘

আরও পড়ুন-        মহাশিবরাত্রিতে বিরল কাকতালীয় যোগ! সর্বার্থ সিদ্ধি যোগে প্রসন্ন করুন শিবকে, রাতারাতি ‘ধনী’ হওয়া কেউ আটকাতে পারবে না…!

আরও পড়ুন-       মাত্র ১৯-এ অকালে সব শেষ, লাস্ট পোস্টে কী লিখেছিলেন আমিরের অনস্ক্রিন কন্যা, ভাইরাল হতেই চোখে জল ভক্তদের

এই গানের মিউজিক ভিডিওর শুভ মুক্তি ঘিরেই এক অন্য ধারার কনসার্ট এর পরিকল্পনা করেছিলাম আমরা। আর সেখানে এই গান ছাড়াও দর্শক শ্রোতা রা এমন অনেক গান শুনতে পেলেন যা তারা আগে কখনও শোনেন নি। সব মিলিয়ে একটা ইন্টিমেট জমাটি সঙ্গীত সন্ধ্যা বলা যায়, আশা করি সকলে উপভোগ করেছেন।’ – জানালেন ঋতম সেন।

অন্য দিকে লগ্নজিতা জানালেন, ‘ ঋতম আমার বন্ধু, দীর্ঘদিন এক সঙ্গে গানবাজনা করছি আমরা। তাই ও যখনই কোনও গানের আর্জি নিয়ে আসে, একটা অকৃত্রিম বিশ্বাস আর ভরসার জায়গা তৈরী হয়। এই গানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয় নি.. আমরা সবাই মিলে খুব আনন্দ করে এই গান নির্মাণ করেছি। আর ইন্টিমেট কনসার্ট তো আমরা খুব একটা করে সুযোগ পাই না। স্টেজ আর দর্শকের ব্যবধান ভেঙে, প্রথাগত ফোর্থ ওয়াল ভেঙে দর্শকদের মাঝে বসে গান শোনানোর একটা অন্যরকম ভাললাগা আছে, সেই দিক থেকে কনসার্ট টা নিয়েও খুব খুশি। ‘