ফোন জলে পড়ে গিয়েছে, চালের কৌটোয় ঢোকালেই কি সমাধান হবে? আসল সত‍্যি জানলে চোখ কপালে উঠবে

Smartphone in water: ফোন জলে পড়ে গিয়েছে, চালের কৌটোয় ঢোকালেই কি সমাধান হবে? আসল সত‍্যি জানলে চোখ কপালে উঠবে

হাত থেকে ফোন সোজা জলের বালতিতে। কতবার যে এমনটা হয়েছে। কখনও বেসিনে পড়েছে কখনও আবার কমোডে। একেবারে কেলোর কীর্তি। ফোন খুলে মুছে রোদে দাও রে, শোকাও রে। ঝামেলার শেষ নেই। ইদানীং অবশ্য ওয়াটারপ্রুফ স্মার্টফোন বাজারে এসেছে। কিছু ফোনে আবার জলের ফোঁটা বা ঝাপটা লাগলেও কিছু হয় না। সেভাবেই তৈরি। কিন্তু আইফোন?
হাত থেকে ফোন সোজা জলের বালতিতে। কতবার যে এমনটা হয়েছে। কখনও বেসিনে পড়েছে কখনও আবার কমোডে। একেবারে কেলোর কীর্তি। ফোন খুলে মুছে রোদে দাও রে, শোকাও রে। ঝামেলার শেষ নেই। ইদানীং অবশ্য ওয়াটারপ্রুফ স্মার্টফোন বাজারে এসেছে। কিছু ফোনে আবার জলের ফোঁটা বা ঝাপটা লাগলেও কিছু হয় না। সেভাবেই তৈরি। কিন্তু আইফোন?
স্মার্টফোন জলে পড়ে গেলে ধুয়ে মুছে অনেকেই চালের বস্তায় ঢুকিয়ে রাখেন। মনে করা হয়, চাল আর্দ্রতা শোষণ করতে পারে। তাই চালের বস্তায় ফোন ঢুকিয়ে দুইদিন চাপাচুপি দিয়ে রাখা হয়।
স্মার্টফোন জলে পড়ে গেলে ধুয়ে মুছে অনেকেই চালের বস্তায় ঢুকিয়ে রাখেন। মনে করা হয়, চাল আর্দ্রতা শোষণ করতে পারে। তাই চালের বস্তায় ফোন ঢুকিয়ে দুইদিন চাপাচুপি দিয়ে রাখা হয়।
অনেকে বলেন, এতে ভাল কাজ হয়। স্মার্টফোনের সব জল শুষে নেয়। কিন্তু গবেষণায় দেখা গিয়েছে এর উল্টোটা। চাল মোটেই আর্দ্রতা শোষণ করতে পারে না। হ্যাঁ, মনের শান্তি হয় বটে। কিন্তু ফোনের যা বারোটা বাজার বেজে গেল।
অনেকে বলেন, এতে ভাল কাজ হয়। স্মার্টফোনের সব জল শুষে নেয়। কিন্তু গবেষণায় দেখা গিয়েছে এর উল্টোটা। চাল মোটেই আর্দ্রতা শোষণ করতে পারে না। হ্যাঁ, মনের শান্তি হয় বটে। কিন্তু ফোনের যা বারোটা বাজার বেজে গেল।
একই কথা বলছে অ্যাপলও। ওই গবেষণাকে পূর্ণ সমর্থন জানিয়েছে তারা। অ্যাপল বলেছে, আইফোন জলে পড়ে গেলে ইউজাররা যেন ভুলেও সেটাকে চালের বস্তায় না ঢোকায়।
একই কথা বলছে অ্যাপলও। ওই গবেষণাকে পূর্ণ সমর্থন জানিয়েছে তারা। অ্যাপল বলেছে, আইফোন জলে পড়ে গেলে ইউজাররা যেন ভুলেও সেটাকে চালের বস্তায় না ঢোকায়।
কারণ চালের ছোট ছোট কণা ফোনের ক্ষতি করতে পারে। অনেকে জল শুকোতে হেয়ার ড্রায়ার বা কমপ্রেসড এয়ার ব্যবহার করেন। অ্যাপল বলছে, এটাও করা যাবে না। তুলোর বল বা পাতলা কাগজের ন্যাপকিন দিয়ে আইফোন মোছাও বিপজ্জনক।
কারণ চালের ছোট ছোট কণা ফোনের ক্ষতি করতে পারে। অনেকে জল শুকোতে হেয়ার ড্রায়ার বা কমপ্রেসড এয়ার ব্যবহার করেন। অ্যাপল বলছে, এটাও করা যাবে না। তুলোর বল বা পাতলা কাগজের ন্যাপকিন দিয়ে আইফোন মোছাও বিপজ্জনক।
তাহলে আইফোন জলে পড়ে গেলে কী করা উচিত? অ্যাপল বলছে, আইফোন নিচের দিকে মুখ করে জল ঝরিয়ে ফেলতে হবে। তেমন হলে হাতের দুই আঙুল দিয়ে উপর থেকে নিচ বরাবর টেনে যেটুকু জল আছে ঝরিয়ে অন্তত আধঘণ্টা শুকনো জায়গায় রাখতে হবে।
তাহলে আইফোন জলে পড়ে গেলে কী করা উচিত? অ্যাপল বলছে, আইফোন নিচের দিকে মুখ করে জল ঝরিয়ে ফেলতে হবে। তেমন হলে হাতের দুই আঙুল দিয়ে উপর থেকে নিচ বরাবর টেনে যেটুকু জল আছে ঝরিয়ে অন্তত আধঘণ্টা শুকনো জায়গায় রাখতে হবে।
আইফোনে লিকুইড ডিটেক্টর আছে। ইউজারকে সতর্ক করে। সেই বলে দেবে আইফোন পুরো শুকিয়েছে কি না। চার্জিংয়ের জায়গায় কিছু জল থাকতে পারে। সিম কার্ড সল্ট এরিয়া, হেডফোন এরিয়াতেও জল থাকার সম্ভাবনা। তাই অন্তত ২৪ ঘণ্টা আইফোন শুকনো জায়গায় রাখতে হবে। এই সময় চার্জ না করাই ভাল।
আইফোনে লিকুইড ডিটেক্টর আছে। ইউজারকে সতর্ক করে। সেই বলে দেবে আইফোন পুরো শুকিয়েছে কি না। চার্জিংয়ের জায়গায় কিছু জল থাকতে পারে। সিম কার্ড সল্ট এরিয়া, হেডফোন এরিয়াতেও জল থাকার সম্ভাবনা। তাই অন্তত ২৪ ঘণ্টা আইফোন শুকনো জায়গায় রাখতে হবে। এই সময় চার্জ না করাই ভাল।