ভোটে জিততেই মিললো ট্রফি

Saayoni Ghosh: লোকসভা নির্বাচনে ভাঙড়ে লিড! তৃণমূলের পঞ্চায়েতের হাতে ট্রফি তুলে দিলেন সায়নী

দক্ষিণ ২৪ পরগনা: যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের জয়ের ব্যবধান বাড়ল ভাঙড় বিধানসভা কেন্দ্রে। গত পঞ্চায়েত ভোট হোক বা বিধানসভা, এই কেন্দ্রে এগিয়েছিল আইএসএফ।  এলাকায় একমাত্র বিরোধী দল হিসাবে রাজনীতি তোলপাড় করে দিয়েছে তারা।

যাদবপুর লোকসভা কেন্দ্রে এবারের তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ ভোট প্রচার চলাকালীন বলেছিলেন, বিজেপির পালে হাওয়া নেই। সেই মতো বিরাট ভোটও পেয়েছেন ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে। এই কেন্দ্রে চতুর্মুখী লড়াই হয়েছিল তৃণমূল, বিজেপি, সিপিএম ও আইএসএফের মধ্যে।

এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী অর্থাৎ নবনির্বাচিত সাংসদ সায়নী প্রায় ১ লক্ষ ১৬ হাজার ৮৮৬ ভোট পেয়েছেন এবং দ্বিতীয় স্থানে থাকা আই এস এ প্রার্থী ৭৫ হাজার চারটি ভোট পেয়েছে। এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ৪১ হাজার ৮৮২ ভোটে লিড দেন। ভোটের আগে সায়নী কথা দিয়েছিলেন ভাঙ্গড় বিধানসভা কেন্দ্রে যে সমস্ত পঞ্চায়েত লিড দেবে সেখানেই তিনি আসবেন। আর সেই কথা রেখে জেতার পর প্রথম ভাঙড়ে এলেন। পঞ্চায়েতের হাতে ট্রফিও তুলে দিলেন।