‘কোনও ফাঁকিবাজি নয়’, কোচবিহারে নেতাদের সতর্ক করলেন অভিষেক! দিলেন ১৫ দিনের টোটকা

Abhishek Banerjee: ‘কোনও ফাঁকিবাজি নয়’, কোচবিহারে নেতাদের সতর্ক করলেন অভিষেক! দিলেন ১৫ দিনের টোটকা

কোচবিহার: আগামী ১৯ শে এপ্রিল কোচবিহারের প্রথম দফার নির্বাচন। তার আগেই কোচবিহারে গিয়ে দলীয় বৈঠকে বিশেষ বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন ‘কোচবিহারের নির্বাচনের প্রচারে কোনও ফাঁকিবাজি নয়’।

অভিষেক বন্দোপাধ‍্যায় এদিন সকালে আসেন কোচবিহারে। প্রথমে তিনি পুজো দেন মদন মোহন মন্দিরে। তারপর তিনি দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন কোচবিহার নিউটাউন তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে। সেখানেই তাঁর নির্দেশ, ‘‘লোকসভা নির্বাচনে কী কী ইস‍্যু হতে চলেছে, তা আগেভাগেই জানিয়ে দেওয়া হয়েছে। সেই মোতাবেক, বিভিন্ন জায়গাতে সভা মিছিল করা হচ্ছে। পাশাপাশি প্রচারের কাজে যাতে কোনও খামতি না থাকে, যথাযথভাবে যাতে প্রচার হয়, সেই ব‍্যাপারে নেতারা সতর্ক থাকুন।

আরও পড়ুন: অসহ‍্য গরম! রোজ রাতে অফিস থেকে ফিরেই স্নান! আরাম পেতে গিয়ে সর্বনাশ করছেন না তো শরীরের?

প্রসঙ্গত বিভিন্ন সময় দেখা গিয়েছে যে কোচবিহারের নেতাদের মধ‍্যে পারস্পরিক সমঝোতার অভাব, দূরত্ব কার্যত সমস‍্যায় ফেলেছে তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল কংগ্রেসের ২০১৯- লোকসভা নির্বাচনে এই জেলায় ফল খারাপের একটি মূল কারণ এই সমস‍্য বলেই মত রাজনৈতিক মহলের। সেখান থেকে বেরিয়ে আসতেও যথেষ্ট বেগ পেতে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে।

এই পরিস্থিতিতে আজকের বৈঠকে অভিষেক বন্দোপাধ‍্যায়ের টোটকা,‘‘হাতে আর ১৫ দিন। এই ১৫ দিন ঘরে ঘরে পৌঁছন। সবার সঙ্গে কথা বলুন। কেন তৃণমূল কং বিজেপি বিরোধীতা করছে, বিজেপি কী কী অসুবিধা তৈরি করছে, তা তুলে ধরুন।

পাশাপাশি, নিজেদের মধ‍্যে যাতে কোনও রকম দ্বন্দ্ব তৈরি না হয় সেই বিষয়েও সতর্ক থাকার পরামর্শ অভিষেকের। এদিন তিনি বলেন, ‘‘সবাই মিলে মিশে একসঙ্গে কাজ করবেন।’’

গত বছর রাজ‍্য জুড়ে অভিষেক বন্দোপাধ‍্যায়ের নবজোয়ার যাত্রার কর্মসূচি করেছিলেন। সেই নবজোয়ার যাত্রা ২৪ এপ্রিল কোচবিহারে মদন মোহন মন্দিরে পুজো দিয়েই শুরু করেছিলেন অভিষেক। এবারও ঠিক একইভাবেই মদনমোহন মন্দিরে পুজো দিতে যান, সেখানে প্রচুর কর্মী সমর্থক জমায়েত হয়েছিল।

এদিন কোচবিহারের সিনিয়ন কর্মীদের কাছ থেকে ভোট পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন অভিষেক। তিনি নিজেও একটি রিপোর্ট কার্ড সঙ্গে নিয়ে এসেছিলেন। তার পরিপ্রেক্ষিতেই কোন ব্লকে কী করা উচিত, কোন নেতার কী দায়িত্ব পালন করা উচিত, সেসম্পর্কে আরও একবার মনে করিয়ে দেন।

৪ এপ্রিলে কোচবিহারে মেগা প্রচার। আগামী ৪ এপ্রিল তারিখে কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভা করবেন নরেন্দ্র মোদি। ওইদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহারে সভা। ৪ঠা এপ্রিল কোচবিহারে দুপুর ৩টে থেকে জনসভা করবেন নরেন্দ্র মোদি। আবার একইদিনে ৪ঠা এপ্রিল কোচবিহারের মাথাভাঙায় সভা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সবমিলিয়ে উত্তরবঙ্গের ভোটের ময়দান কাঁপতে চলেছে এপ্রিলের প্রথম সপ্তাহেই।