জমে উঠেছে কাঁথির লড়াই

Lok Sabha Elections 2024: ভাইকে জেতাতে পারবেন শুভেন্দু? ‘মনের মানুষ’ উত্তমকে দিয়েই কাঁথির ‘খেলা’ ঘোরাচ্ছে তৃণমূল!

কাঁথি: পূর্ব মেদিনীপুর জেলার দুটি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম কাঁথি লোকসভা কেন্দ্র। তমলুকের মতো এই লোকসভা কেন্দ্রটি এ বার লোকসভা নির্বাচনের প্রথমদিন থেকে চর্চার বিষয়। কারণ কাঁথি মানেই অধিকারী গড়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাসভূমি। ফলে সংবাদমাধ্যম থেকে রাজনৈতিক বিশেষজ্ঞ প্রত্যেকেরই এই লোকসভা কেন্দ্রের প্রতি বাড়তি নজর রয়েছে।

পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪ ষষ্ঠ দফা ভোট লাইভ

কাঁথি লোকসভা কেন্দ্রে লড়াই মূলত বিজেপি ও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মধ্যে। ২৫ মে শনিবার তমলুকের পাশাপাশি লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ। ভোটগ্রহণ পর্বের আগেই দেখে নেওয়া যাক এই কাঁথি লোকসভা কেন্দ্রের সার্বিক চিত্রটা। সাতটি বিধানসভা নিয়ে গঠিত কাঁথি লোকসভা কেন্দ্র। সাতটি বিধানসভা হল চন্ডিপুর, পটাশপুর, ভগবানপুর, খেজুরি, রামনগর, উত্তর কাঁথি ও দক্ষিণ কাঁথি।

আরও পড়ুনঃ বইবে তোলপাড় ঝোড়ো হাওয়া, ৩ জেলায় বজ্রবিদ্যুত-সহ তুমুল ঝড়বৃষ্টি! শুক্রবার কোন জেলায় কেমন আবহাওয়া? রইল আপডেট

এই লোকসভা কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা ১৭ লক্ষ ৯৪ হাজার ৫৩৭জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৯ লক্ষ ২১ হাজার ৭৩৭ জন। এবং মহিলা ভোটারের সংখ্যা ৮ লক্ষ ২১ হাজার ৭৯২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৮ জন। কাঁথি লোকসভা কেন্দ্রে এই নির্বাচনে প্রথমবার ভোট দেবে মোট ৫৪,৮৫৬ জন ভোটার। কাঁথি লোকসভা কেন্দ্রে ৮৫ বছর বয়সী ভোটারদের সংখ্যা ১৪,২৮০ জন। এমনকি এই লোকসভা কেন্দ্রে মোট ২২৪ জন ১০০ বছর বয়সী ভোটার রয়েছে। বিশেষভাবে সক্ষম ভোটার রয়েছে ১০,৯৮০ জন।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রে মোট ১,৮৭৬টি বুথ রয়েছে। এর মধ্যে ক্রিটিক্যাল বুথের সংখ্যা ৫০১। পূর্ব মেদিনীপুর জেলায় মোট ১৬০ বুধ মহিলাদের দ্বারা পরিচালিত হবে। পূর্ব মেদিনীপুর জেলায় ১৯ টি মডেল বুথ রয়েছে এবার লোকসভা নির্বাচনে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রেও মোট প্রার্থীর সংখ্যা ৯ জন। পূর্ব মেদিনীপুর জেলার এই লোকসভা কেন্দ্রে প্রতি বুথে চারজন আধা সামরিক বাহিনীর জওয়ানরা বুথের নিরাপত্তায় থাকবে।

আরও পড়ুনঃ অ্যাডভেঞ্চারে ঠাসা! ডোমস্টে-র মজা নিতে ছুটে আসছে সবাই! নদী-জঙ্গলে ঘেরা জায়গাটি থেকে ছোট্ট ছুটিতে ঘুরে আসুন

রাজ্য পুলিশবাহিনীও মোতায়েন থাকবে এলাকার নিরাপত্তার দায়িত্বে। পূর্ব মেদিনীপুর জেলায় মোট ২৩৭ কোম্পানির কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর পাশাপাশি ৭১৪ জন রাজ্য পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবে ভোটের দিন।পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রটি এবার রাজ্য রাজনীতির কাছে চর্চার বিষয়। কারণ এই লোকসভা কেন্দ্রটি অধিকারী গড় নামে পরিচিত। এই লোকসভা কেন্দ্রে বিগত কয়েকবার নির্বাচনে জয়লাভ করে আসছেন জেলার বর্ষীয়ান রাজনীতিবিদ শিশির অধিকারী।

শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর এই লোকসভা কেন্দ্রের রাজনৈতিক মানচিত্র অনেকটাই বদলে গিয়েছে। এবারও এই লোকসভা নির্বাচনে অধিকারী পরিবার থেকেই প্রার্থী হয়েছেন সৌমেন্দু অধিকারী। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন পটাশপুরের বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। অধিকারী পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার পর বিজেপির শক্তি বেড়েছে অধিকারী গড় কাঁথিতে।

২০১৯ সালে এই লোকসভা কেন্দ্রটি জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস থেকে জয়লাভ করেছিল শিশির অধিকারী। ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ের ব্যবধান ছিল ১ লক্ষ ১২ হাজার ৬১৭ ভোটের। সেবার ভোটে বিজেপি দ্বিতীয় স্থান লাভ করেছিল। ২০১৯ সালে কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন দেবাশীষ সামন্ত। এই লোকসভা কেন্দ্রে সেবার বিজেপি ভোট পেয়েছিল ৪২ শতাংশের বেশি। তমলুকের মতো কাঁথি লোকসভা কেন্দ্রের পরিস্থিতি ২০১৯ সালের পর থেকে ২৪ সালে অনেকটাই বদলে গিয়েছে।

কাঁথি লোকসভা কেন্দ্রে মূলত তৃণমূল ও বিজেপি প্রার্থীদের লড়াই। তৃণমূল এই আসনটি নিজেদের ধরে রাখতে প্রচারে বিন্দুমাত্র খামতি রাখেনি। অন্যদিকে বিজেপি শিবির তথা অধিকারী পরিবার কাঁথিতে নিজেদের দুর্গ ধরে রাখতে মরিয়া। ছেলের হয়ে প্রচারে দেখা গিয়েছে বর্ষীয়ান রাজনীতিবিদ তথা কাঁথির বিদায়ী সাংসদ শিশির অধিকারী কে। লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই কাঁথি লোকসভা কেন্দ্রটি চর্চার বিষয়। ২৫ মে কাঁথি লোকসভা কেন্দ্রের ভোটের পর অধিকারীদের দুর্গ বজায় থাকে কিনা সেদিকে নজর রাজনৈতিক বিশেষজ্ঞদের।

সৈকত শী