Lok Sabha Elections 2024: ডায়মন্ড হারবার-যাদবপুরের পরে এবার তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল ISF…চার কেন্দ্রের প্রার্থী ঘোষণা

কলকাতা: গত ২১ মার্চ প্রথম দফা এবং ৪ এপ্রিল দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করার পরে, আজ, ১৩ এপ্রিল তৃতীয় পর্যায়ে আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল নওশাদ সিদ্দিকির আইএসএফ৷ আজ, ফুরফুরা শরিফে সাংবাদিক সম্মেলন করে চারটি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়৷ সব মিলিয়ে এই নিয়ে মোট ১৩টি লোকসভা কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ করল আইএসএফ৷

এদিন ঘোষিত প্রার্থী তালিকা হল, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী শাহজাহান বিশ্বাস। বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক মজুমদার। তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী মহিউদ্দিন আহম্মেদ এবং কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী আফরোজা খাতুন (মণ্ডল)।

আরও পড়ুন:‘কোনও হিংসা চাই না,’…ভোটের দিন ঘণ্টায় ঘণ্টায় দিতে হবে রিপোর্ট, বৈঠকে কড়া কমিশন

বামেদের সঙ্গে জোট নিয়ে চাপানউতোরের মাঝেই প্রথম দফায়, গত ২১ মার্চ ৮টি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল নওশাদের দল৷

আইএসএফের হয়ে মালদহ উত্তর থেকে লড়ছেন মহম্মদ সাহেব, জয়নগর থেকে লড়ছেন মেঘনাদ হালদার, মুর্শিদাবাদ থেকে লড়ছেন হাবিব শেখ, বারাসত থেকে লড়ছেন তাপস বন্দ্যোপাধ্যায়, বসিরহাট থেকে লড়ছেন মহম্মদ শহিদুল ইসলাম মোল্লা, মথুরাপুর থেকে লড়ছেন অধ্যাপক অজয় কুমার দাস৷ ঝাড়গ্রাম থেকে লড়ছেন অধ্যাপক বাপি সরেন।

আরও পড়ুন: কাঠফাটা রোদ…প্রচণ্ড গরম থেকে স্বস্তি দিতে আজই আসছে বৃষ্টি! সঙ্গে ঝড়… কোন কোন জেলায় পূর্বাভাস দেখে নিন

শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বামেরা দীপ্সিতা ধরকে প্রার্থী করলেও সেখান থেকে আইএসএফের প্রার্থী করা হয়েছে শাহরিয়ার মল্লিককে।

অন্যদিকে, ডায়মন্ড হারবরে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জ করলেও, সেখানে আইনজীবী মজনু লস্করের নাম ঘোষণা করেছে আইএসএফ৷ পাশাপাশি, যাদবপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রেও ‘জোট’ শরিক বামেদের প্রার্থী সৃজন ভট্টাচার্যের বিরুদ্ধে আইএসএফের টিকিটে লড়ছেন নূর আলম খান। তিনিও পেশায় আইনজীবী।

যাদবপুর, ডায়মন্ড হারবারের পাশাপাশি বালুরঘাট, উলুবেড়িয়া, ব্যারাকপুরের জন্যও এদিন প্রার্থীদের নাম ঘোষণা করেছে আইএসএফ। বালুঘাটে লড়ছেন ডঃ মোজাম্মেল হক। এই বালুরঘাটের বর্তমান সাংসদ বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবারে পদ্ম টিকিটে বালুরঘাট থেকে লড়ছেন তিনিই। অন্য়দিকে আইএসএফ-এর টিকিটে উলুবেড়িয়াতে লড়ছেন মফিকুল ইসলাম, ব্যারাকপুরে লড়ছেন জামিল হোসেন।

রানা কর্মকার