Lok sabha Elections 2024: ১৯ এপ্রিল রাজ‍্যে প্রথম দফা ভোটের আগে জেলাশাসক সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন!

কলকাতাঃ রাজ্যে প্রথম দফার ভোটের আগে বৈঠকে বসছে জাতীয় নির্বাচন কমিশন। আগামী ১৩ই এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই তিন কেন্দ্র নিয়ে বৈঠক। বৈঠকে থাকবেন জাতীয় নির্বাচন কমিশনের কমিশনার পর্যায়ের আধিকারিকরা। মূলত বাহিনী মোতায়েন-সহ ভোট প্রস্তুতি নিয়ে আলোচনা করতে ভার্চুয়ালি এই তিন কেন্দ্রের জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের নিয়ে বৈঠক করবেন জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা।

আরও পড়ুনঃ বছরের প্রথম সূর্যগ্রহণের দৃশ্য উপভোগ করতে পারলেন না ভারতবাসী; ভাইরাল ছবি-ভিডিও দেখেই দুধের স্বাদ মিটল ঘোলে

বৈঠক থাকতে বলা হয়েছে ওই তিন কেন্দ্রের রিটার্নিং অফিসার দেরও। ভোট প্রস্তুতি তথা আইন – শৃঙ্খলা নিয়ে আলোচনা করতেই ১৩ ই এপ্রিল এই বৈঠক ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন বলেই কমিশন সূত্রে খবর।

ভোট প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে আর কোনও খামতি রাখতে চাইছে না কমিশন। ভোটে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেদিকে কড়া নজর রয়েছে কমিশনের। গতকালই, সেই কারণেই আরও ১০০ কোম্পানি আধাসেনা রাজ্যে মোতায়েন করা হচ্ছে।

এ বারের লোকসভা নির্বাচন হচ্ছে আট দফায়। নির্বাচন শুরু হচ্ছে ১৯ এপ্রিল, শেষ হচ্ছে ১ জুন। অর্থাৎ এক মাসের বেশি সময় ধরে রাজ্যে নির্বাচন প্রক্রিয়া চলবে। আটটি দফাতেই রাজ্যে নির্বাচন হয়েছে। রাজ্যের ৪২টি কেন্দ্রের প্রতিটিতে এই প্রক্রিয়া চলাকালীন যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে সে কথা কমিশনের তরফ থেকে আগেই বলা হয়েছিল। কথায় আর কাজে তাই ফারাক রাখছে না কমিশন।