Lok Sabha Elections 2024: ৪ জুনের প্রস্তুতি রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়্গের! রবিবারের বৈঠকে কৌশল নিয়ে আলোচনা

নয়াদিল্লি: গত শনিবারই সামনে এসেছে এক্সিট পোলের সমীক্ষার ফলাফল৷ প্রায় প্রতিটি এক্সিট পোলের সমীক্ষাই আঁচ দিয়েছে, কেন্দ্রীয় সরকারে ফের সমহিমায় ফিরে আসতে চলেছে বিজেপি৷ ইন্ডিয়া জোট আটকে যাচ্ছে ১২৫ থেকে ১৪০ এর মধ্যেই৷ কংগ্রেস পেতে পারে ৬২-৭২টি আসন৷ যদিও এক্সিট পোলের ফলাফলের সঙ্গে নির্বাচনের ফলাফল না-ও মিলতে পারে৷ এমন দৃষ্টান্তও রয়েছে৷

পশ্চিমবঙ্গ নির্বাচন ফলাফল ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

আর তারপরের দিনই রবিবার লোকসভা প্রার্থী, পিসিসি সভাপতি এবং সিএলপিদের সঙ্গে বৈঠকে বসলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এবং রাহুল গান্ধি-সহ শীর্ষ কংগ্রেস নেতৃত্ব।

আরও পড়ুন: এক্সিট পোল মিলে যাবে? বাংলায় তৃণমূল কত আসন পাবে? বিরাট দাবি কুণাল ঘোষের

গণনার দিন এবং গণনা পরবর্তী স্ট্র্যাটেজি নিয়ে বিস্তারিত এই বৈঠকে আলোচনার জন্যই এই জুম বৈঠক ডাকা হয়েছে বলে কংগ্রেস সূত্রের খবর। গত শনিবারই মল্লিকার্জুন খাড়্গে দলীয় নেতাকর্মীদের সতর্ক করে জানিয়েছিলেন, ভোট গণনার দিন সতর্ক থাকতে হবে তাঁদের৷

নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

জানা গিয়েছে, এদিনের বৈঠকেও প্রত্যেক প্রার্থীকে টানা গণনাকেন্দ্রে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এবং প্রতি রাউন্ডের কাউন্টিংয়ের শেষে সেই রিপোর্ট শীর্ষ নেতৃত্বকে পাঠাতে বলা হয়েছে।

আরও পড়ুন: মুখে স্মিত হাসি, হাতে জয়ের চিহ্ন… শেষ দফায় ভোট দিলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়

বৈঠকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিড্ডারামাইয়া, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট, সচিন পায়লট এবং দলের অন্য শীর্ষ নেতৃত্ব৷