ঢাক বাজিয়ে শহর পরিক্রমা সায়ন ব্যানার্জীর 

East Medinipur News: তমলুকে ভোটের ঢাকে কাঠি! নতুন বছরের নতুন সকালে অভিনব প্রচার বাম প্রার্থীর

তমলুক: ক্যালেন্ডারের পাতায় নতুন বছরের শুরু। নতুন বছরে নতুন আঙ্গিকে দেখা গেল তমলুক লোকসভার কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়কে। রীতিমতো ঢাক বাজিয়ে তমলুক শহর পরিক্রমা করলেন তিনি। নববর্ষের শুভেচ্ছা বিনিময়, এই ভিন্ন রূপে দেখা গেল তাঁকে।

রবিবার বাংলা নতুন বছরের শুরু। আর শুরুর দিন ভিন্ন আঙ্গিকে জনসংযোগ ও ভোটের প্রচার করলেন সায়ন। অংশগ্রহণ করলেন বর্ণাঢ্য শোভাযাত্রায়। বর্ষবরণ উদযাপন কমিটির উদ্যোগে এই শোভাযাত্রার মধ্যমণি ছিলেন সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়।

মাঝে মাত্র আর কয়েকদিন তারপর ১৯ এপ্রিল প্রথম দফার ভোট দিয়ে লোকসভা নির্বাচনের মহারণ শুরু হচ্ছে। ২৫ মে পঞ্চম দফায় তমলুক লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ। ফলে দিন যত এগিয়ে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী থেকে নেতা কর্মীদের ব্যস্ততা চোখে পড়ার মতো।

আরও পড়ুন: খড় সরাতেই ‘ফোঁস ফোঁস’ শব্দ…ওটা কী! আঁতকে উঠলেন গৃহবধূ, তারপর যা করলেন অবিশ্বাস্য!

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের এবার রাজ্য রাজনীতিতে হাইপ্রোফাইল লোকসভা কেন্দ্র হয়ে উঠেছে। এই কেন্দ্রে বাম বিজেপি ও শাসকদল তৃণমূল কংগ্রেসের তিন পরিচিত মুখের লড়াই দেখতে মুখিয়ে রয়েছে রাজ্যবাসী। রাজ্যের শাসকদল ও রাজ্যের প্রধান বিরোধী দলের পাশাপাশি এই কেন্দ্রে বাড়তি গুরুত্ব দিয়েছে সিপিআইএম।

এবার লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্রের প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকেই তমলুকের মাটি কামড়ে পড়ে রয়েছেন। তমলুক লোকসভা কেন্দ্রের প্রতিটি প্রান্তে প্রচারে জোর দিয়েছেন তিনি। আর তাঁর প্রচারে যুব সমাজের ভালই সাড়াই মিলেছে বলে জানাচ্ছেন স্থানীয় বামকর্মীরা। ভোটের প্রচারে একাধিক পন্থা অবলম্বন করেছেন সায়ন।

আরও পড়ুন: অভিষেকের কপ্টারে আয়কর তল্লাশি! হলদিয়ায় যাওয়ার আগের দিনই রেইড..বিস্ফোরক পোস্ট তৃণমূলনেতার

কোথাও নিজের শ্লোগান তৈরি করছেন। কোথাও শরীরচর্চায় মন দেওয়ার পাশাপাশি সকাল-সকাল জনসংযোগ সারছেন। কোথাও আবার ক্রিকেট খেলা কোনও কিছুই বাদ পড়েনি প্রচারে। এবার বাংলা নববর্ষের দিনেও একেবারে ভিন্ন রূপে দেখা গেল সায়নকে। তমলুক শহরে একটি নববর্ষের শোভাযাত্রায় স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি অংশগ্রহণ করেন। সেখানে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ঢাক বাজাতেও দেখা যায় তাকে। রীতিমতো কাঁধে ঢাক তুলে নিয়ে বাজাতে থাকেন তিনি।

প্রসঙ্গত, তমলুক লোকসভা কেন্দ্রটি এবার লোকসভা নির্বাচনে বাড়তি গুরুত্ব দিয়েছে বামেরা। বর্তমান প্রজন্মের তরুণ মুখের উপরে ভরসা রেখেছেন বাম নেতৃত্ব। ভোটের ফলাফল যাই হোক না কেন, প্রচারে খামতি রাখছেন না তমলুক লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী। লোকসভা কেন্দ্রের একাধিক এলাকা চোষে বাড়ানোর পাশাপাশি বিভিন্ন উপায়ে তিনি জনসংযোগ ও প্রচার চালাচ্ছেন। নববর্ষের দিন তার এই ভিন্ন রূপ ধরা পড়ল।

সৈকত শী