ভোটের লাইন

Lok Sabha Election 2024: টর্নেডোয় উড়ে গেছে ভোটার কার্ড, কারওর মাথায় ব্যান্ডেজ! সব ভুলে ভোট বার্নিশ গ্রামের

জলপাইগুড়ি: লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ। আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলা জুড়ে ভোট উৎসবে মেতেছে জনগণ। কিন্তু কী খবর জলপাইগুড়ির বার্নিশ গ্রামবাসীদের? তাঁরা কি ভোট দিতে যাচ্ছেন? তাঁদের খোঁজে নিউজ এইট্টিন লোকাল।

আজ সকাল সাতটা থেকেই ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে জলপাইগুড়িতে। কয়েক মিনিটের মিনি টর্নেডো ঝড়ে ক্ষতিগ্রস্তদের ভোটদান পর্বে স্বতঃস্ফূর্ত ভাবেই সামিল হতে দেখা গেল শুক্রবার। গণতন্ত্রের অধিকার বাঁচিয়ে রাখার লড়াইয়ে অসুস্থ শরীর নিয়েও প্রস্তুত তাঁরা। কারওর পা ভেঙে গিয়েছে, কারওর হাত ভেঙে গিয়েছে, মাথার চোট এখনও তাজা, অসুস্থ শরীর। কারওর ভোটার কার্ড উড়ে গিয়েছে ঝড়ের দাপটে। বাধ্য হয়ে সঙ্গী রেশন কার্ড, আর তা নিয়েই ভোটার স্লিপ হাতে লম্বা লাইনে দাঁড়িয়ে বার্নিশ গ্রামের বাসিন্দারা।

জলপাইগুড়ি ময়নাগুড়ি বিধানসভার বার্নিশ কালীবাড়ি এলাকার ১৬/১১৫ নং বুথে এদিন ভোট দেন ক্ষতিগ্রস্তদের একাংশ। এ দিন অনেক পরিবার যাদের প্রয়োজনীয় নথি হারিয়ে গিয়েছে তারা ভোটার স্লিপ নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েন। অনেকেই ক্ষতিগ্রস্ত হলেও কাগজ ছিল, তারাও লাইনে দাঁড়িয়ে এই ভোট উৎসবে সামিল হন। একেবারে স্বতঃস্ফূর্ত ভাবেই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট গ্রহণ পর্ব চলে এই বুথে। এ দিন এই  ঘূর্ণিঝড়ে আহতরাও ভোট দিলেন ফুলতলী প্রাইমারি বি এফপি স্কুলে ১১৫ নাম্বার বুথে। আহতদের রীতিমতো কোলে করে ভোটকেন্দ্রে নিয়ে যায় পরিবারের সদস্যরা।

সুরজিৎ দে