কেন্দ্রীয় বাহিনী

Lok Sabha Elections 2024: তিন আসনের ভোটগ্রহণে মোট ২৬৩ কোম্পানি আধাসেনা রাখার প্রস্তাব, কড়া করা হচ্ছে ব্যবস্থা

কলকাতা: প্রথম পর্বের ভোটের চরম প্রস্তুতি শুরু করে দেওয়া হল৷ কোচবিহারে এ বার ১২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখার প্রস্তাব দেওয়া হয়েছে৷ এ ছাড়া জলপাইগুড়িতে মোট ৭৫ কোম্পানি আধাসেনা রাখার প্রস্তাব দেওয়া হয়েছে, ও আলিপুরদুয়ারে মোট ৬৩ কোম্পানি আধা সেনা থাকবে৷ এ ছাড়াও শিলিগুড়িতে থাকবে মোট ১৩ কোম্পানি আধাসেনা৷ তিন লোকসভা আসন মিলিয়ে মোট ২৬৩ কোম্পানি আধাসেনা রাখার প্রস্তাব দেওয়া হয়েছে এডিজি আইনশৃঙ্খলার তরফ থেকে৷

সূত্রের খবর, গতকাল প্রস্তাব আসার পর বাহিনী নিয়ে আলোচনা হয়েছে৷ সেখানেই ২৬৩ কোম্পানি বাহিনী মোতায়েন করার পরিকল্পনা করা হয়েছে৷ এক নজরে দেখে নিন কোন কেন্দ্রের জন্য কত আধা সেনা থাকছে৷

 

কোচবিহার লোকসভা

মোট বাহিনী- ১১২

বিএসএফ- ৪৮ কোম্পানি

সিআরপিএফ- ৬৪

আলিপুরদুয়ার

মোট বাহিনী ৬৩

বিএসএফ- ৪৮

আইটিবিপি- ৫

এসএসবি- ৬

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র

মোট বাহিনী- ৮৮ (জলপাইগুড়ি-৭৫ ও শিলিগুড়ি-১৩)

জলপাইগুড়ি

বিএসএফ- ২৫

এসএসবি- ৮

সিআইএসএফ-১৭

আরপিএফ- ৫

আইটিবিপি- ৪

সিআরপিএফ – ১৬

শিলিগুড়ি (যে অংশ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত)

বিএসএফ- ১১

সিআরপিএফ-২

সোমরাজ বন্দ্যোপাধ্যায় ও অমিত সরকার