Lok Sabha Elections 2024: মণিপুরের বুথে গুলি! ভোটের প্রথম দফাতেই পূর্ব ইম্ফলে চরম উত্তেজনা, উঠল ভিডিও

মণিপুর: লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটে মণিপুরে অশান্তি। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার পূর্ব ইম্ফলের একটি বুথে গুলি চলে বলে অভিযোগ। দুষ্কৃতীরা এসে গুলি চালিয় গিয়েছে বলে খবর৷ তবে কোথা থেকে এই গুলি চলল, তা এখনও স্পষ্ট হয়নি৷ তবে, একের পর এক গুলির শব্দ পাওয়া গিয়েছে ভিডিওয়োয়৷

তবে উত্তরবঙ্গের কোচবিহারে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া প্রথম দফার লোকসভা ভোট শান্তিপূর্ণই বলা যায়।

দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২টি আসনে ভোটপর্ব এখনও পর্যন্ত আপাত শান্তিপূর্ণ। এ বার মোট সাত দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফায় পশ্চিমবঙ্গের তিনটি কেন্দ্রে ভোট। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আজ চলছে ভোট। ভোটদানের সকাল ৯টা পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী শতাংশের হারে গোটা দেশে এগিয়ে রয়েছে বাংলা। অন্যদিকে তামিলনাড়ু থেকে অসমে প্রথম দফার ভোটে হেভিওয়েট ও তারকাদের ছড়াছড়ি উপস্থিতি সকাল থেকেই চোখে পড়ার মতো।

আরও পড়ুন: সকাল ৯’টা পর্যন্ত ভোটের হরে এগিয়ে বাংলা! ভোট পড়ল ১৫% শতাংশ! তামিলনাড়ুতে তারকাখচিত ভোট পর্ব

নির্বাচন কমিশনের ভোটার টার্নআউট অ্যাপ অনুসারে, সকাল ৯টা পর্যন্ত বাংলায় সর্বোচ্চ ভোট পড়েছে। এখানে ১৫.০৯% ভোট পড়েছে। সবচেয়ে কম ভোট হয়েছে অরুণাচল প্রদেশে রাজ্যে, যেখানে ৪.৯৫% ভোট পড়েছে। প্রথম তিন ঘণ্টায় মোটের উপর আপাত শান্তিপূর্ণ ভোট চিত্র। তবে অপ্রীতিকর ঘটনার খবর এসেছে বাংলার কোচবিহার থেকে। বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে পাথর ছোড়াছুড়ির খবর পাওয়া গিয়েছে।

বাংলা ছাড়াও বিহারের চারটি আসন, উত্তরাখণ্ড এবং মহারাষ্ট্রের ছ’টি আসন, উত্তরপ্রদেশের আটটি আসন, রাজস্থানের ১২টি আসন, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়ের দু’টি করে আসন, ছত্তীসগঢ়, মিজ়োরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, উত্তরাখণ্ড, আন্দামান ও নিকোবর, জম্মু ও কাশ্মীর, লক্ষদ্বীপ এবং পুদুচেরির একটি করে আসনে ভোটগ্রহণ হচ্ছে আজ। সবচেয়ে বেশি ভোটগ্রহণ হচ্ছে তামিলনাড়ুতে। সেখানে আজ ৩৯টি আসনে ভোট চলছে। উল্লেখ্য, মণিপুরে মোট দু’টি লোকসভা আসন। ইনার মণিপুর এবং আউটার মণিপুর। তবে নির্বাচন কমিশন আউটার মণিপুরকে ভাগ করে দু’দফায় ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ তা-ই আউটার মণিপুরের একাংশে ভোটগ্রহণ হচ্ছে। বাকি অংশে ভোটগ্রহণ হবে ২৬ এপ্রিল।

আরও পড়ুন: তিন ঘণ্টায় কমিশনে ১৫০ অভিযোগ, তিন কেন্দ্রে ১৫ শতাংশ ছুঁয়ে ফেলল ভোটদানের হার

এদিকে ভোট শুরু হতেই বাংলাকে নিয়ে ট্যুইট করেন অমিত শাহ৷ দুর্নীতিমুক্ত, অনুপ্রবেশ ও মহিলাদের জন্য ন্যয়বিচার চেয়ে ভোট দেওয়ার কথা বলে এক্স হ্যান্ডেলে লিখলেন অমিত শাহ৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখলেন, ‘পশ্চিমবঙ্গে আজ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট হচ্ছে। আমি জনগণের কাছে এমন একটি সরকার গঠনের পক্ষে ভোট দেওয়ার জন্য আবেদন করছি, যারা একেবারে নিম্ন স্তরে দারিদ্র্য বিমোচন প্রকল্পগুলিকে নিশ্চিত করবে, অনুপ্রবেশ ও দুর্নীতি রোধ করবে এবং মহিলাদের জন্য ন্যায়বিচার ও নিরাপত্তা দেবে’।

এ রাজ্যের নির্বাচনে মোট ১৫১টি অভিযোগ জমা পড়ল কমিশনে৷ নির্বাচন কমিশনে তিন ঘণ্টার মধ্যে দেড়শোর বেশি অভিযোগ পড়ল জমা৷ অর্থাৎ, প্রায় প্রতিঘণ্টায় ৫০টি করে অভিযোগ জমা পড়েছে কমিশনে৷